এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার কেন্দ্রের পুরষ্কার রাজ্যের তৃণমূল পরিচালিত সরকারকে, জেনে নিন

এবার কেন্দ্রের পুরষ্কার রাজ্যের তৃণমূল পরিচালিত সরকারকে, জেনে নিন

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একদিকে চলেছে কেন্দ্র-রাজ্য তীব্র দ্বন্দ্ব। অন্যদিকে কেন্দ্রের তরফ থেকে রাজ্যের জন্য এসেছে পুরস্কার। সম্প্রতি করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে সুষ্ঠুভাবে কাজ করার জন্য বাংলার পঞ্চায়েত স্তরকে পুরস্কৃত করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। এবং মানপত্র পাঠানো হয়েছে কেন্দ্রীয় পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের পক্ষ থেকে। ইতিমধ্যেই এই খবর সামনে আসায় তৃণমূল শিবিরে খুশির হাওয়া। কারণ, রাজ্যে উন্নয়নের ক্ষেত্রে যে এই সম্মান পাওয়া গেল সে কথা অস্বীকার করার উপায় নেই।

জানা গিয়েছে পঞ্চায়েত ব্যবস্থায় ই-গভর্নেন্সের মাধ্যামে পরিচালনার ক্ষেত্রে দেশের 28 টি রাজ্যের মধ্যে তৃতীয় হয়েছে বাংলা। প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে ডিজিটাল মাধ্যমে যেভাবে কাজ পরিচালনা করা হয়েছে এবং আমজনতার কাছে পৌঁছাতে পেরেছে পঞ্চায়েত ব্যবস্থা, তারই পরিপ্রেক্ষিতে এই পুরস্কার বলে মনে করা হচ্ছে। গ্রামবাংলাতেও পঞ্চায়েত দপ্তরের কর্মীরা করোনার বিরুদ্ধে ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছেন। এদিন পঞ্চায়েত ভবনে একটি সাংবাদিক সম্মেলন করেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রের তরফ থেকে পাঠানো মানপত্রটি তিনি সাংবাদিকদের দেখান এবং জানান, পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত বিভাগ সারা দেশের মধ্যে তৃতীয় স্থান দখল করেছে। ই-গভর্নেন্সের পাশাপাশি এদিন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যার্থে 100 দিনের কাজের গতি আনতে হবে। এ ব্যাপারে রাজ্য প্রশাসন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। প্রসঙ্গত, বছর দুয়েক আগেও সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে বাংলা।

সেক্ষেত্রে বাংলায় তৃণমূল পরিচালিত সুন্দরবন এলাকার পাথরপ্রতিমা অঞ্চলের দিগম্বরপুর নামক একটি পঞ্চায়েত এই পুরষ্কার পায়। এছাড়াও বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়ার বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি বিশেষ পুরস্কার পেয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। সব মিলিয়ে এই মুহূর্তে তৃণমূলে যথেষ্ট খুশির হাওয়া। নতুন সরকার এসে কাজ শুরু করতেই পুরষ্কার। অর্থাৎ সঠিকভাবে কাজ করলে যে তার মেলে, সেকথা আবারও প্রমাণিত হলো। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যে দেশজোড়া খ্যাত হচ্ছে সে কথাও ক্রমশ স্পষ্ট।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!