এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার কেন্দ্রীয় বিজেপি মন্ত্রী করলেন তৃণমূল শিবিরের তুলোধোনা, জল্পনা তুঙ্গে

এবার কেন্দ্রীয় বিজেপি মন্ত্রী করলেন তৃণমূল শিবিরের তুলোধোনা, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল থেকেই তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত একটি অডিও প্রকাশ্যে এসেছে। আর এই নিয়ে বিজেপি নেতারা শুরু করেছেন একের পর এক আক্রমণ। ধুন্ধুমার পরিস্থিতি রাজ্যজুড়ে। এর মধ্যেই আগামী 7 তারিখ হতে চলেছে তৃতীয় দফার বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে গেরুয়া শিবিরকে তুলে ধরতে কেন্দ্রীয় নেতাদের আনাগোনা ক্রমশ বেড়েই চলেছে। এই রাজ্যে সম্প্রতি পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কলকাতায় এসেছিলেন গেরুয়া শিবিরের প্রচারে। সেখান থেকেই তিনি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করলেন কড়া আক্রমণ।

তিনি দাবি করেছেন, খুব তাড়াতাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য ধর্মেন্দ্র প্রধানের এই কথাকে কেউ আমল দেননি। গেরুয়া শিবিরের বিরুদ্ধে এখন একটাই কথা সবার মুখে, পেট্রোল-ডিজেলের দাম এত বেড়ে গেছে কেন? আর সেকথার পরিপ্রেক্ষিতে পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মন্তব্য করেছেন, আগামী দিনে জ্বালানির দাম কমবে। এদিন কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দোপাধ্যায়কে নিয়ে প্রচারে বের হন পেট্রোলিয়াম মন্ত্রী। এবং এই প্রচারের শুরু থেকেই কেন্দ্রীয় মন্ত্রী নিশানায় রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করেন ধর্ম নিয়ে রাজনীতি করছেন তৃণমূল নেত্রী।

একইসাথে তিনি দাবী করেছেন, সাধারণ মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন, রাজ্যের আমফানের সময় কেন্দ্রীয় সাহায্য না পাওয়ার তা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করেছেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমফানের টাকা দেওয়া হয়েছিল কিন্তু তৃণমূলের পক্ষ থেকে সেই টাকা দেওয়া হয়নি মানুষকে। একই সাথে নন্দীগ্রাম প্রসঙ্গ উঠে এসেছে কেন্দ্রীয় মন্ত্রীর কথায় এবং সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন, নন্দীগ্রামে হেরে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সে কারণেই তিনি দফায় দফায় কমিশনকে আক্রমণ করছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত গত পয়লা এপ্রিল নন্দীগ্রাম থেকে নির্বাচন কমিশনের কাছে নানান অভিযোগ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা পরবর্তীতে নির্বাচন কমিশন খারিজ করে দেয় বলে জানা গিয়েছে। পাশাপাশি কয়লা এবং গরু পাচার নিয়ে বিগত বেশ কয়েক মাস ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠেছে রাজ্যে বলে দাবী বিজেপি বিরোধীদের। সম্প্রতি এই সংক্রান্তে পুলিশ আধিকারিককে গ্রেপ্তার করা হয়েছে। ওদিকে এই সংক্রান্ত সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল অডিও টেপ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী গতকাল দাবি করেছেন, প্রতি মাসে প্রায় 40 কোটি টাকা ধরে মোট 900 কোটি টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে পৌঁছে যেত।

যদিও শুভেন্দু অধিকারীর এই দাবি প্রসঙ্গে তৃণমূল পাল্টা দাবি করেছে, হেরে যাওয়ার ভয়ে বিজেপির পক্ষ থেকে এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে মানুষকে প্রভাবিত করার জন্য। এই অভিযোগের কোনো ভিত্তি নেই। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবথেকে বড় গুন্ডা বলে অভিহিত করেছেন বিজেপি নেতারা, সবমিলিয়ে বোঝাই যাচ্ছে রাজ্য রাজনীতিতে তুলকালাম শুরু হয়েছে। রাজ্যের ক্ষমতা দখল কি বিরোধীরা করবে নাকি ক্ষমতা থাকবে পুরোনো হাতেই? তা বোঝা যাবে আগামী দোসরা মের পর। আপাতত সবার নজর তৃতীয় দফার নির্বাচনের দিকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!