এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার খড়দহ কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী শোভনদেব? পদত্যাগের পরই শুরু জল্পনা

এবার খড়দহ কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী শোভনদেব? পদত্যাগের পরই শুরু জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট রাজ্য রাজনীতিতে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হলো ভবানীপুরের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের পদত্যাগ। তবে বিধায়ক পদ ত্যাগ করলেও তিনি কিন্তু মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেননি। সেক্ষেত্রে শোভনদেব চট্টোপাধ্যায় যে উপনির্বাচনে দাঁড়াতে চলেছেন তা খানিক আন্দাজ করে নেওয়া যায়। এবং সেক্ষেত্রে খড়দা আসনটির নাম সর্বাগ্রে আসছে। প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে লড়াই চালিয়েছিলেন ভবানীপুরের বদলে এবং ভবানীপুরে তৃণমূল নেত্রীর জায়গায় প্রার্থী হয়েছিলেন বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়।

নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় আনতে না পারলেও কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় ভবানীপুরে বিজেপির রুদ্রনীল ঘোষকে হারিয়ে দিয়েছেন। অন্যদিকে বিধায়ক পদের না জিতেও তৃতীয়বারের জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। খুব স্বাভাবিক ভাবেই বুঝতে বাকি থাকেনা উপনির্বাচনের প্রয়োজনীয়তা।

এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়াইয়ের জায়গা ছেড়ে দেওয়ার জন্যই শোভনদেব চট্টোপাধ্যায় ভবানীপুরের বিধায়ক পদ থেকে সরে দাঁড়ালেন বলে মনে করা হচ্ছে। তবে বিধায়ক পদ ছাড়লেও শোভন দেব চট্টোপাধ্যায় কিন্তু কৃষি মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি। অতএব ধরে নেওয়া হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায় মন্ত্রিসভায় থাকবেন।

সেক্ষেত্রে তাঁকেও উপনির্বাচনে জিতে আসতে হবে। প্রশ্ন উঠেছে, তিনি কোথা থেকে লড়াই চালাবেন? রাজ্যের বেশ কয়েকটি জায়গাতেই উপনির্বাচন হবে বলে মনে করা হচ্ছে। তার মধ্যে অন্যতম হল উত্তর চব্বিশ পরগণার খড়দা আসনটি। এবারের বিধানসভা নির্বাচনে খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহা ব্যাপক ভোটে জয়লাভ করেন এই আসনে। কিন্তু দুঃখের বিষয় এই যে তিনি দেখে যেতে পারেননি তাঁর জয়। তার আগেই করোনা আক্রান্ত হয়ে তিনি পরলোকগমন করেন। তাই খড়দাতেও উপনির্বাচন হবে এবং সে জায়গায় শোভনদেব চট্টোপাধ্যায় প্রার্থী হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ দুপুর দুটো নাগাদ বিধানসভায় গিয়ে বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র তুলে দিয়েছেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সে সময় সেখানে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এই পদত্যাগ সংক্রান্ত বিষয়ে শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে বিধায়ক হিসেবে যাতে যেতেন তার জন্যই ওই আসনটি তিনি ছেড়ে দিচ্ছেন। কারণ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী পদে থাকা অত্যন্ত প্রয়োজন।

অন্যদিকে তিনি জানিয়েছেন, তাঁর জন্য দল যে সিদ্ধান্ত নেবে, তিনি সেটাই পালন করবেন। তবে তৃণমূলের তরফ থেকে এখনো পর্যন্ত শোভনদেব চট্টোপাধ্যায় কোথা থেকে প্রার্থী হবেন তা নিয়ে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। একই কথা জানিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও। তবে মনে করা হচ্ছে, এই মুহূর্তেই উপনির্বাচন হবেনা, অন্তত করোনা সামাল না দেওয়া পর্যন্ত উপনির্বাচন হওয়ার কোন সম্ভাবনা নেই। তবে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যেরকম রয়েছে তাতে বিধানসভা নির্বাচনের পর উপনির্বাচনের লড়াইতেও থাকবে টানটান উত্তেজনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!