এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার খোদ কলকাতায় হেভিওয়েট তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর, তীব্র চাঞ্চল্য

এবার খোদ কলকাতায় হেভিওয়েট তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর, তীব্র চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সপ্তম দফার নির্বাচনের সকাল থেকেই সরগরম আজ দক্ষিণ কলকাতা। সোমবার রাজ্যের পাঁচটি জেলার মোট 34 টি আসনে চলছে ভোটগ্রহণ। দক্ষিণ কলকাতার মধ্যে কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী এবং বালিগঞ্জে আজ হেভিওয়েট নির্বাচন। একদিকে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো এলাকা ভবানীপুর থেকে দাঁড়িয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমার। কলকাতা বন্দরে রয়েছেন ফিরহাদ হাকিম। কিন্তু আজকের নির্বাচনে মূলত ভবানীপুর ও রাসবিহারীর তৃণমূল প্রার্থী কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে করলেন বড়োসড়ো বিস্ফোরক অভিযোগ।

তৃণমূল প্রার্থী শোভনদেব চ্যাটার্জ্জী ও দেবাশীষ কুমার অভিযোগ জানিয়েছেন, বুথে ঢুকতে গেলে বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসা মাত্রই তাঁরা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা যাচ্ছে। কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বৈধ পরিচয়পত্র সাথে থাকলে প্রার্থীকে কোনভাবেই বুথে ঢোকা থেকে আটকানো যাবেনা। তারপরেও দেবাশীষ কুমারকে ঢুকতে দেওয়া হয়নি বলে তিনি জানাচ্ছেন। পাশাপাশি হেভিওয়েট প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কেও আটকে দেওয়া হয়েছে বুথে ঢোকার মুখে বলে জানা যাচ্ছে। ভোটের দিন সকাল থেকেই তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমার বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু সকাল বেলা তাঁকে বাধা দেওয়া হয় বুথে ঢুকতে বলে তিনি অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি পুলিশের পক্ষপাতিত্বের কথাও বলেন তিনি। এরপরেই কমিশনের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও কেন প্রার্থীকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে? রাজ্যের বর্তমান এডিজি আইন-শৃঙ্খলাকে এব্যাপারে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয় কমিশন। সূত্রের খবর, কমিশনের নির্দেশ আসার পরেও দেবাশীষ কুমারকে কিন্তু বুথে ঢুকতে দেওয়া হয়নি। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতার রাসবিহারী এলাকায়। অভিযোগ উঠেছে, একই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশুতোষ চ্যাটার্জ্জীকেও বুথে ঢুকতে দেয়নি কেন্দ্রীয় বাহিনী।

একইভাবে ভোটকেন্দ্রে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কেও ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় জওয়ানরা। অন্যদিকে আজ বন্দর এলাকায় চূড়ান্ত তরজায় জড়িয়ে পড়েন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম এবং কংগ্রেস প্রার্থী মোঃ মুখতার। সপ্তম দফার নির্বাচনে দক্ষিণ কলকাতায় তীব্র চাঞ্চল্য। পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আসছে। তবে কমিশনের নির্দেশ পাওয়ার পরেও কেন্দ্রীয় বাহিনী প্রার্থীকে বুথে ঢুকতে না দেওয়ায় প্রশ্ন উঠছে। ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে ব্যাপক ক্ষোভ প্রকাশ করা হয়েছে। জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলেো। খুব সহজে যে এই বিতর্ক থামবে না, সে কথা স্পষ্টই অনুমেয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!