এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার খুঁটিপুজোর মঞ্চ থেকেই একের পর এক বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন ফিরহাদ হাকিম

এবার খুঁটিপুজোর মঞ্চ থেকেই একের পর এক বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন ফিরহাদ হাকিম


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলায় এই মুহূর্তে প্রধান বিরোধী দল বিজেপির সঙ্গে শাসক দল তৃণমূলের সংঘাত এখন নিত্যদিনের ঘটনা। প্রতিটা মুহূর্তেই একে অপরের বিরুদ্ধে কার্যত আক্রমণ-প্রতি আক্রমণ চলে। সেরকমই একটি সুযোগের সদ্ব্যবহার করলেন এবার রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। কার্যত গতকাল ছিল রথযাত্রা এবং এই রথযাত্রা থেকেই সূত্রপাত হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসবের খুঁটি পুজো। আর এই উপলক্ষে আলিপুরের গোপালনগর কল্যাণ সংঘে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী। আর সেখান থেকেই রীতিমতন তিনি বিজেপির বিরুদ্ধে ফুঁসে উঠলেন। কার্যত এবার নাম না করেই শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল নেতা।

তিনি বলেন, ভোটের আগে কেউ সিবিআইয়ের হাত থেকে বাঁচতে কিংবা কেউ কিছু পাওয়ার লোভে বিজেপি গিয়েছিলেন। মূলত ভোটের আগে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতেই অনেকে বিজেপি শিবিরে নাম লিখিয়েছিলেন বলে দাবি করেন ফিরহাদ হাকিম। পাশাপাশি বিজেপি যে একটি সাম্প্রদায়িক শক্তি এবং ভোটের পর থেকে ক্রমাগত বাংলাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি বলে অভিযোগ করেন ফিরহাদ হাকিম। কার্যত বিজেপির বিরুদ্ধে একের পর এক অভিযোগ নিয়ে আসেন এ দিন রাজ্যের অন্যতম তৃণমূল নেতা। প্রসঙ্গত, সোমবার দিল্লিতে বৈঠকে বসেছিলেন  কেন্দ্রীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই নিয়েও এদিন মুখ খুলেছেন রাজ্যের বর্তমান পরিবহণ মন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, অন্যদলের আভ্যন্তরীণ ব্যাপার নিয়ে তিনি কিছু বলতে পারবেন না। তবে আগামী দিনে রাজ্যে যে আর বিজেপি থাকবেনা, সে ব্যাপারে নিশ্চিত ভবিষ্যৎবাণী করেছেন তিনি। একইসাথে তিনি বিজেপির একের পর এক জনবিরোধী নীতি এবং সাম্প্রদায়িক উস্কানী নিয়েও সুর চড়িয়েছেন। প্রসঙ্গত, গত কয়েক দিনে গেরুয়া শিবিরের সাংগঠনিক রদবদলের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছিল। সে কারণেই জেপি নাড্ডা এবং দিলীপ ঘোষ দিল্লির বুকে বৈঠকে বসেছিলেন বলেই মনে করা হচ্ছিল। কিন্তু বৈঠক শেষে রাজ্য বিজেপি সভাপতি জানিয়েছেন, সাংগঠনিক রদবদল নিয়ে কোন আলোচনাই হয়নি।

বরং নির্বাচনের ফলাফল নিয়ে এবং কর্মীদের মনোবল সংক্রান্ত দীর্ঘ আলোচনা হয়েছে। তবে বেশ কিছুদিন যাবৎ গেরুয়া শিবিরে একের পর এক বেসুরো নেতার খোঁজ পাওয়া যাচ্ছে। তাই নিয়ে এবার দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মেদিনীপুরের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি ফিরহাদ হাকিম। বিশেষজ্ঞরা মনে করছেন তৃণমূল এবং বিজেপি উভয় দলের মধ্যে সংঘাতের সুর সর্বদা বাজছে। আর সে জায়গায় দাঁড়িয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী যেভাবে একের পর এক কটাক্ষ করলেন, তাতে এই সুর যে আগামী দিনে আরও চড়বে তা বলাইবাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!