এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > এবার কি অমর্ত্য সেন আইনি লড়াইতে যেতে চলেছেন বিশ্বভারতীর বিরুদ্ধে?

এবার কি অমর্ত্য সেন আইনি লড়াইতে যেতে চলেছেন বিশ্বভারতীর বিরুদ্ধে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অমর্ত্য সেনের বিরুদ্ধে বিশ্বভারতী থেকে কদিন আগেই অভিযোগ উঠেছিল যে বেআইনিভাবে বিশ্বভারতীর জমি অধিগ্রহণ করেছেন তিনি। এই নিয়ে রাজ্য রাজনীতিতেও বিতর্কের তুমুল ঝড় উঠেছিল। এই বিতর্কে স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত জড়িয়ে পড়েছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনার পিছনে গেরুয়া হাতের ছায়া দেখেছিলেন। কিছুদিন আগেই বিশ্বভারতীর পক্ষ থেকে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অভিযোগ করেন, অমর্ত্য সেন তাঁর বাসভবনের জন্য নিজের জমির অতিরিক্ত জমি অধিগ্রহণ করেছেন। এই অভিযোগের বদলে এবার আইনকে সঙ্গী করছেন নোবেলজয়ী।

অন্যদিকে বিশ্বভারতীর দাবী, জমি বেদখল করার তথ্য প্রমাণিত হলে আইনের সাহায্য নেওয়া হবে অমর্ত্য সেনের বিরুদ্ধে। যথারীতি এরপর অমর্ত্য সেনও চুপ করে থাকেননি। তিনিও পাল্টা দাবি করেন, তাঁর বিরুদ্ধে ওঠা জমি ইস্যুটির অবশ্যই সমাধান করতে হবে আইনি পথেই। এদিন অমর্ত্য সেন দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাহার করতে হবে বিশ্বভারতীর উপাচার্যকে। অমর্ত্য সেন বিশ্বভারতীর উপাচার্যকে এক চিঠিতে লিখে জানিয়েছেন, 80 বছরের পুরোনো একটি দলিল ব্যবহার করে তাঁকে হয়রানি করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অমর্ত্য সেন জানিয়েছেন, যে জমি নিয়ে অভিযোগ উঠেছে, সেই জমি বিশ্বভারতীর কাছ থেকে কোনমতেই নেওয়া হয়নি। বরং অমর্ত্য সেনের বাবা নিয়ম অনুযায়ী জমি কেনেন এবং তারপর বসত জমির সঙ্গে তা যুক্ত করা হয় এবং এই পুরো জমির রেজিস্ট্রি সুরুল মৌজায় হয়। অমর্ত্য সেন জানিয়েছেন, উপাচার্য অভিযোগ করেছিলেন নোবেলজয়ী অমর্ত্য সেন তাঁকে ফোন করে ভারতরত্ন বলে পরিচয় দিয়েছেন। পরে উপাচার্যের দপ্তর বক্তব্য পাল্টে ফেলেন।

এদিন নোবেলজয়ী আরও জানান, মিথ্যা অভিযোগ করে বিশ্বভারতী কিন্তু নিজেদের অপরাধ বাড়াচ্ছে। তাই অমর্ত্য সেনের আইনজীবীর পরামর্শ অনুযায়ী মিথ্যা অভিযোগ অবশ্যই প্রত্যাহার করতেই হবে বিশ্বভারতীর উপাচার্যকে। সবমিলিয়ে বোঝা যাচ্ছে, নোবেলজয়ী অমর্ত্য সেনের সঙ্গে শান্তিনিকেতন বিশ্বভারতীর আইনি লড়াই এবার জমে উঠতে চলেছে। আপাতত দেখার, অমর্ত্য সেনের পরামর্শ অনুযায়ী বিশ্বভারতী তাঁদের অভিযোগ প্রত্যাহার করে কিনা!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!