এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার কি বেসরকারি স্কুলেও রাজ্যের নজরদারি! তুঙ্গে জল্পনা!

এবার কি বেসরকারি স্কুলেও রাজ্যের নজরদারি! তুঙ্গে জল্পনা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে শিক্ষা ক্ষেত্রে একের পর এক পরিবর্তন আনতে শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানো নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর এবার বেসরকারি স্কুলগুলোতে নজর দিতে কি বাড়তি উদ্যোগ গ্রহণ করছে রাজ্য সরকার! ইতিমধ্যেই এই ব্যাপারে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে।

সূত্রের খবর, রাজ্য সরকারের পক্ষ থেকে বেসরকারি স্কুলের নজরদারি নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। যেখানে শিক্ষা কমিশন গঠন করে তার মধ্যে দিয়ে এই নজরদারি করা হবে বলে খবর। তবে সেই নজরদারির ক্ষেত্রে কমিশনের মাথায় থাকবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। যদিও বা রাজ্যের পক্ষ থেকে এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!