এখন পড়ছেন
হোম > অন্যান্য > এবার কি ভারতরত্ন পুরস্কার পেতে চলেছেন ধোনি? অবসরের পরেই বড়সড় জল্পনা গোটা দেশ জুড়ে

এবার কি ভারতরত্ন পুরস্কার পেতে চলেছেন ধোনি? অবসরের পরেই বড়সড় জল্পনা গোটা দেশ জুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  স্বাধীনতা দিবসের দিনে নিজের ভক্তকুলকে বিষাদসিন্ধুতে নিক্ষেপ করে শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসর গ্রহণের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন ভারত ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আচমকা এই স্বনামধন্য ক্রিকেট তারকার অবসর ঘোষণা মন থেকে কিছুতেই মেনে নিতে পারেননি অনেক ক্রিকেটপ্রেমী। তাই প্রাক্তন অধিনায়কের অবসর ঘোষণার পর তাঁর লক্ষ লক্ষ ক্রিকেট ভক্ত কেন্দ্রীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আবেদন জানান যে, মহেন্দ্র সিং ধোনিকে বিশেষ সম্মান জ্ঞাপন পূর্বক তাঁর এতদিনের পরিধিত ও তাঁর খেলার স্মৃতি ধন্য ৭ নম্বর জার্সিকে যেন অবসরে প্রেরণ করা হয়। তবে ক্রিকেট বোর্ড বিসিসিআই এ বিষয়ে তাদের কি পদক্ষেপ নিতে চলেছে, সে বিষয়টি এখনো স্পষ্ট করে কিছু জানায়নি। এই পরিস্থিতিতে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ভারতরত্ন সম্মান জ্ঞাপন এর দাবি জানালেন মধ্যপ্রদেশ রাজ্যের জনৈক কংগ্রেস বিধায়ক পিসি শর্মা।

মহেন্দ্র সিং ধোনি একজন ক্রিকেটার তথা একজন অধিনায়ক হিসেবে দেশের কাছে এক মাইল স্টোন স্বরূপ। ক্রিকেটের ইতিহাসে চিরকাল উজ্বল অক্ষরে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। একজন যোগ্য অধিনায়ক হিসেবে এই দেশকে দুবার বিশ্বকাপ ও একবার চ্যাম্পিয়ন ট্রফি উপহার দিয়েছেন এই অধিনায়ক। এমনকি, ভারতীয় ক্রিকেট দলকে টেস্ট ক্রিকেটেও সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পেরেছেন তিনি। ভারতীয় ক্রিকেট দলের এমনতর একজন মহান হৃতিককে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত করেন প্রস্তাব জানালেন মধ্যপ্রদেশ রাজ্যের কংগ্রেস বিধায়ক পিসি শর্মা। কেন্দ্রীয় সরকারের কাছে এ বিষয়ে তিনি বিশেষ আবেদন জানিয়েছেন সোশ্যাল মিডিয়া টুইটারে টুইট করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধনীকে ভারতরত্ন অভিধায় ভূষিত করার আবেদন জানিয়ে কংগ্রেস বিধায়ক পিসি শর্মা সোশ্যাল মিডিয়া টুইটারে লিখেছেন “বিশ্বজুড়ে ভারতীয় ক্রিকেটের প্রসার ঘটিয়েছে মহেন্দ্র সিং ধোনি, সমস্ত ধরনের আইসিসি ট্রফিতে জিতেছেন। ক্রীড়া ক্ষেত্রে তার অনবদ্য অবদানের জন্য ইতিমধ্যে পদ্মশ্রী, পদ্মভূষণ এবং রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এবার তাকে সম্মান জানিয়ে “ভারতরত্ন” পুরস্কার দেওয়া হোক।”

প্রসঙ্গত, ভারতের ক্রিকেট জগতে ক্রিকেটার হিসেবে ইতিপূর্বে একমাত্র শচীন তেন্ডুলকার ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন। অন্যকোন ক্রিকেটারের ভাগ্য ইতিপূর্বে এই সম্মানের প্রাপ্তিযোগ ঘটেনি। তাই এবার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যদি এই সম্মান লাভ করেন, তবে ভারতের ক্রিকেট ইতিহাসে তিনি ভারতরত্ন সম্মানধারী দ্বিতীয় ক্রিকেটার হিসেবে পরিগণিত হবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!