এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > এবার কি দ্বন্দ্ব ভুলে বিজেপিতে সক্রিয় তথাগত! তুঙ্গে জল্পনা!

এবার কি দ্বন্দ্ব ভুলে বিজেপিতে সক্রিয় তথাগত! তুঙ্গে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপি রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আক্রমণাত্মক মন্তব্য করতে দেখা গিয়েছিল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়কে। মাঝেমধ্যেই দিলীপ ঘোষের বিরুদ্ধে মন্তব্য করতে শুরু করেছিলেন তিনি।

আর এই পরিস্থিতিতে সম্প্রতি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে সংবাদমাধ্যমে মুখ খুলতে বারণ করা হয়েছে দিলীপ ঘোষকে। আর তারপরেই এবার একটি টুইট করে রাজ্য বিজেপির বিরুদ্ধে তিনি যে আর কিছুই বলবেন না, তা জানিয়ে দিলেন তথাগত রায়। যার ফলে দিলীপ ঘোষের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্ব পদক্ষেপ নেওয়ার কারণেই যে এই বর্ষীয়ান বিজেপি নেতা খুশি হয়ে এই ট্যুইট করলেন, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ।

সূত্রের খবর, এদিন একটি টুইট করেন তথাগত রায়। যেখানে তিনি লেখেন, “বিজেপির তরফে দেরি হলেও সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। একে স্বাগত জানাচ্ছি। এবার থেকে আমিও দলের বিরুদ্ধে কোনো মন্তব্য করব না। আমি বদলে দিচ্ছি টুইটারের বায়ো। ভারত মাতা কি জয়!” একাংশ বলছেন, তথাগত রায় দিলীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করাতে অত্যন্ত খুশি। আর সেই কারণেই তিনি ধীরে ধীরে রাজ্য বিজেপি ঠিক পথে চলছে বলে মন্তব্য করলেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!