এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার কি গেরুয়া শিবিরে বড়সড় পরিবর্তনের হাওয়া? উঠে আসছে রাজ্য বিজেপির নেতৃত্ব বদলের প্রসঙ্গ

এবার কি গেরুয়া শিবিরে বড়সড় পরিবর্তনের হাওয়া? উঠে আসছে রাজ্য বিজেপির নেতৃত্ব বদলের প্রসঙ্গ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভার নির্বাচনে হারের তদন্ত শুরু হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। আর সেই পরিপ্রেক্ষিতেই এবার একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। পাশাপাশি গেরুয়া শিবিরের অন্দরে এবার একাধিক লবির সংঘর্ষের খবর সামনে আসছে। ইতিমধ্যেই কানাঘুষো শোনা যাচ্ছিল গেরুয়া শিবিরের ভাঙনের খবর।

সেই খবরের সত্যতা প্রমাণিত করে আজকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় এবং তাঁর পুত্র শুভ্রাংশু রায় যোগদান করতে চলেছেন তৃণমূলে। এই খবর সামনের আসার সাথে সাথে আরো বেশি করে গেরুয়া শিবিরের দ্বন্দ্ব জোড়ালো হয়ে উঠেছে। একইসাথে এবার শোনা যাচ্ছে, রাজ্য বিজেপির নেতৃত্ব বদলের কথা।

প্রশ্ন উঠেছে, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কি শুভেন্দু এই মুহূর্তে অনেক বেশি প্রাধান্য পাচ্ছেন? তার সাথে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ক্ষমতায়নের কথা শোনা যাচ্ছে। সেই সূত্র ধরেই গুঞ্জন শুরু হয়েছে রাজ্য বিজেপি সভাপতি পদের বদল নিয়ে। যদিও এ প্রসঙ্গে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, দিলীপ ঘোষের ক্ষমতা এবার কমানো হতে পারে।

সে ক্ষেত্রে ক্ষমতার ভাগীদার হয়ে উঠতে চলেছেন রাজ্য বিজেপির এই মুহূর্তে সব থেকে বড় মুখ তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত জানা যাচ্ছে, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে বিজেপির সাংসদদের অধিকাংশের ক্ষোভ সামনে আসছে। আর সেই ক্ষোভের কারণ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দিল্লিতেও।

প্রসঙ্গত, প্রথম থেকেই কিন্তু দিলীপ ঘোষের ওপর অনেক বেশি ভরসা করেছিল কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই ছবিটা একটু একটু করে পাল্টে যায়। যে দিলীপের নেতৃত্বে বাংলায় লোকসভা নির্বাচনে বিজেপি 3 থেকে 18 পৌঁছেছিল বিজেপি, সেই দিলীপ ঘোষ ক্রমশ কোণঠাসা হতে থাকেন। আর রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর বর্তমানে বিজেপির অনেক নেতা, বিধায়ক, সাংসদরাই দিলীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেক্ষেত্রে দিলীপ ঘোষের কথাবার্তা, আচরণ, হুমকি, দলের সাংসদ এবং বিপরীত শিবিরের নেতাদের অন্ধকারে রেখে বিভিন্ন কাজ করা ইত্যাদি অভিযোগ সামনে আসছে। এবং সব থেকে বড় অভিযোগ দিলীপ ঘোষের প্রতি সবার, তিনি কারো সাথে কোন আলোচনা না করে একতরফাভাবে দলের কর্মসূচি ঠিক করেন। বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়ার ক্ষেত্রেও দিলীপ ঘোষ কোন সাংসদের মতামতকে গুরুত্ব দেননি। এমনকি সাংসদদের কোন দায়িত্ব দেওয়া হয়নি।

আর সেক্ষেত্রে এবার শুভেন্দু অধিকারীর স্পটলাইটে আসার সম্ভাবনা অনেক বেশি প্রবল হয়েছে। তবে শুভেন্দু-দিলীপ দ্বন্দ্ব যে বর্তমানে প্রাসঙ্গিক হয়ে উঠছে, তা বোঝা গিয়েছিল শুভেন্দুর দিল্লি যাওয়ার প্রসঙ্গে দিলীপ ঘোষের উত্তরে। সেক্ষেত্রে শুভেন্দু যদি বাড়তি ক্ষমতা পায় তাহলে গেরুয়া শিবিরের অন্দরের রাজনৈতিক দ্বন্দ্ব কিন্তু অন্য মাত্রা পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের অনেকেই। আপাতত রাজ্য বিজেপি সংগঠনকে নতুন করে শক্তিশালী করতে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কি ব্যবস্থা গ্রহণ করে, সে দিকেই এখন চোখ সবার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!