এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার কি লক্ষ্য দিল্লী 2024? মমতাকে দিল্লীর মসনদে বসাতে কি ভূমিকা থাকবে আইপ্যাকের?

এবার কি লক্ষ্য দিল্লী 2024? মমতাকে দিল্লীর মসনদে বসাতে কি ভূমিকা থাকবে আইপ্যাকের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2019 এর লোকসভা নির্বাচনের পর দেখা যায় শাসকদল তৃণমূল বেশ কিছুটা কোণঠাসা হয়ে পড়ে গেরুয়া শিবিরের সাফল্যে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হন ভোট কৌঁশলী প্রশান্ত কিশোরের কাছে। প্রশান্ত কিশোর এবং তাঁর কোম্পানি আইপ্যাক 2021 এর বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূলের সঙ্গে চুক্তিবদ্ধ হন। আর এর পরেই রাজ্যজুড়ে তৃণমূলের ছবি পাল্টে যায়। এবং শেষ পর্যন্ত গেরুয়া শিবিরের প্রবল চেষ্টার পরেও ক্ষমতা দখল করে একুশের বিধানসভা নির্বাচনে যথারীতি তৃণমূল। দু তারিখে ভোটের রেজাল্ট বেরোনোর পর আইপ্যাকের মালিক প্রশান্ত কিশোর আর কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন।

তবে পাশাপাশি এটাও জানিয়েছিলেন, তাঁর সংস্থা কিন্তু আগের মতোই কাজ করবে। তাই যথারীতি একমাস ছুটির পর আবারও ভোটের ময়দানে নামছে আইপ্যাক। পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন রাজ্যের কোণায় কোণায় গিয়ে প্রায় 500 জনের একটি দল কাজ করেছে দিবারাত্র রাজ্যের শাসক দলের হয়ে। প্রায় দু বছর এই কাজ চলেছে। রাজনৈতিক মহলের অনেকেই মনে করেন, তৃণমূলের জয়ের পেছনে প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থার হাত যথেষ্ট। কিন্তু এবার ছুটি কাটিয়ে কাজে ফেরার পালা। ইতিমধ্যেই আইপ্যাকের সদস্যরা বাংলার ময়দানে আবারও নামার প্রস্তুতি নিচ্ছেন। আইপ্যাকের এক প্রতিনিধি সূত্রে খবর, এতদিন পর্যন্ত যাকে যে এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁকে সেই এলাকায় কাজ করতে হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত দু’বছর সেভাবেই কাজ হয়েছে। কিন্তু সামনের দিনে এখনো কাজের নির্দেশ আসেনি। তাই নজর রাখা হচ্ছে, তৃণমূলের সাংগঠনিক বৈঠকের ওপর। তারপরেই আসল কাজ হয়তো শুরু হবে বলে মনে করছেন আইপ্যাকের কর্মীরা। প্রসঙ্গত মনে করা হচ্ছে, 2021 এর বিধানসভা নির্বাচনে জয়ের পর তৃণমূলের লক্ষ্য 2024। একইভাবে তৃণমূলের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবে আইপ্যাক। সেক্ষেত্রে আগামী দিনে আইপ্যাকের কাজের ধরনও অন্যরকম হতে চলেছে। সর্বভারতীয় ক্ষেত্রে মোদির বিকল্প হয়ে উঠতে তৃণমূল নেত্রীর জন্য যে সম্পূর্ণ অন্যরকম রণনীতি রচনা করবেন প্রশান্ত কিশোর সে কথা বলাইবাহুল্য।

প্রসঙ্গত, বর্তমানে তৃণমূল নেত্রীর ওপর কিন্তু নজর রেখেছেন জাতীয় পর্যবেক্ষকরাও। এতদিন পর্যন্ত প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থার পরামর্শ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তৃণমূলের জন্য। আগামী দিনে প্রশান্ত কিশোর এবং তার সংস্থা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে তৃণমূলের ‘দিল্লি চলো’ র লক্ষ্যে তা জানতে গেলে আপাতত ধৈর্য ধরে সময়ের দিকে চোখ রাখতে হবে। তবে প্রশান্ত কিশোরের সঙ্গে নতুন কোনো চুক্তি মুখ্যমন্ত্রী করেছেন কিনা, সে ব্যাপারে অবশ্য বিশেষ কিছু জানা যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!