এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার কি মানবাধিকার কমিশনের বিরুদ্ধে মামলা করবে তৃণমূল? হিংসার রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিস্ফোরক হেভিওয়েট মন্ত্রী!

এবার কি মানবাধিকার কমিশনের বিরুদ্ধে মামলা করবে তৃণমূল? হিংসার রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিস্ফোরক হেভিওয়েট মন্ত্রী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  কলকাতা হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে সমস্ত বিষয় দেখভাল করা হয়েছিল। আর তারপরেই এই ব্যাপারে রিপোর্ট জমা করে কমিশন। যেখানে উত্তর 24 পরগনা থেকে শুরু করে কোচবিহার, রাজ্যের একাধিক জেলায় হিংসার ঘটনার কথা তুলে ধরা হয় কমিশনের পক্ষ থেকে। পাশাপাশি এই ঘটনায় একাধিক তৃণমূল বিধায়ক থেকে শুরু করে মন্ত্রীদের নামও কমিশনের রিপোর্টে উল্লেখিত রয়েছে। স্বাভাবিক ভাবেই ব্যাপক চাপে পড়ে গিয়েছে রাজ্য সরকার। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ঘটনার পেছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে।

পাশাপাশি কমিশন শুধুমাত্র একটি রাজনৈতিক দলের কথা শুনে এই রিপোর্ট তৈরি করেছে বলে অভিযোগ ঘাসফুল শিবিরের। আর মানবাধিকার কমিশনের রিপোর্ট হেভিওয়েট নেতা, মন্ত্রীদের নাম উল্লেখ হওয়ার পরেই সেই সমস্ত তৃণমূলের নেতা-মন্ত্রীরা দিতে শুরু করলেন কড়া প্রতিক্রিয়া। যেখানে কমিশনের রিপোর্টে চক্রান্ত বলার পাশাপাশি মানহানির মামলা করার হুঁশিয়ারি দেওয়া হল জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই হিংসার ঘটনায় তাদের নাম উল্লিখিত হওয়ার পরেই যেভাবে জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে মানহানির মামলা করার কথা বললেন রিপোর্টে উল্লেখ করা অভিযুক্ত তৃণমূলের নেতা মন্ত্রীরা, তাতে আগামী দিনে গোটা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, জাতীয় মানবাধিকার কমিশনের হিংসা নিয়ে রিপোর্টে নাম রয়েছে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে কোচবিহারের উদয়ন গুহ, নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক থেকে শুরু করে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার মত হেভিওয়েট নেতাদের। আর তারপরই তৃণমূলের পক্ষ থেকে গোটা ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত এবং চক্রান্ত বলে দাবি করা হয়েছে। আর এবার ভোট পরবর্তী হিংসা নিয়ে তৈরি করা জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে তাদের নাম থাকায় রীতিমতো মানহানির মামলা করার কথা শোনা গেল তৃণমূল নেতা-মন্ত্রীদের গলায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “দল যদি চায়, আমি মানহানির মামলা করব জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে। আমার নামে রাজ্যের কোনো থানায় কোনো অভিযোগ নেই। অথচ শুধুমাত্র আমার নামে বদনাম করার জন্য এই ধরনের মিথ্যা অভিযোগ করা হয়েছে।” পাশাপাশি একই কথা বলতে দেখা গিয়েছে তৃণমূল নেতা উদয়ন গুহকে। এদিন তিনি বলেন, “দল যদি চায়, আমিও এই রিপোর্টের ভিত্তিতে জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে মানহানির মামলা করতে প্রস্তুত।” অন্যদিকে বিজেপির সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলে দল যা নির্দেশ দেবে, সেই মত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।

বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে রিপোর্টে উল্লেখ থাকা তৃণমূলের নেতা-মন্ত্রীরা সরাসরি মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে, তাতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এভাবে জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে মানহানির মামলা করা যায় কিনা, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে এই কমিশনের সঙ্গে যে তৃণমূলের সরাসরি সংঘাত তৈরি হবে, তা বলাই যায়। পাশাপাশি ইতিমধ্যেই এই রিপোর্টকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে ভারতীয় জনতা পার্টি। সব মিলিয়ে মানবাধিকার কমিশনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে তৃণমূল বনাম বিজেপির তরজায় রীতিমতো জমে উঠেছে বঙ্গ রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!