এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপিকে আটকানোর মহামন্ত্র পেয়ে গেল তৃণমূল? সংখ্যালঘু ভোট অটুট রাখতে মাস্টারস্ট্রোক দেবেন মমতা?

বিজেপিকে আটকানোর মহামন্ত্র পেয়ে গেল তৃণমূল? সংখ্যালঘু ভোট অটুট রাখতে মাস্টারস্ট্রোক দেবেন মমতা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনে আসাদউদ্দিন ওয়েইসির এআইএমআইএম পাঁচটি আসনে জয় পায় যা জাতীয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। বিহারে বিধানসভা নির্বাচনে আসন পাওয়ার পর খুব স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বেড়ে গেছে এআইএমআইএমের। বিহারের পর এবার আসাদউদ্দিন ওয়েইসির নজর বাংলায়। 2021 এর বিধানসভা নির্বাচন আসতে আর বিশেষ দেরি নেই রাজ্যে।

আর এবার বাংলায় আসন পেতে মিম এর পক্ষ থেকে তৃণমূলের কাছে সন্ধি প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। আর মিমের সন্ধি প্রস্তাবই এই মুহূর্তে বাংলার রাজনীতিতে জন্ম দিয়েছে জোরদার জল্পনার। সূত্রের খবর, বিহারে সাফল্য পাওয়ার পর এবার আত্মবিশ্বাসী মিম বাংলায় পা দিতে চলেছে মিম। আর সেই সূত্রেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট বাঁধতে আগ্রহী আসাদউদ্দিন ওয়েইসি। সেই মতই বাংলায় শাসক দলের কাছে বার্তা দেওয়া হল জোটের।

এ প্রসঙ্গে মিমের এই রাজ্যে দলের মুখপাত্র অসীম ওয়াকার জানিয়েছেন, তাঁরা বিজেপিকে কোনোভাবেই রাজ্যের ক্ষমতায় দেখতে চাইছেন না। আর সে কারণেই তৃণমূল কংগ্রেসের কাছে তাঁরা সন্ধি প্রস্তাব পাঠিয়েছেন। যদি শাসকদল তৃণমূল মিমের সাথে জোট বাঁধতে আগ্রহী না হয়, তাহলে বাংলায় তাঁরা একাই লড়বে বিহারের মতন বলে জানিয়েছে। অন্যদিকে জানা গেছে, বাংলায় এআইএমআইএম নেতৃত্ব প্রকাশ্যে কর্মসূচি না করলেও তাঁরা এই মুহূর্তে বসে নেই আর সে কথাই তাঁরা স্পষ্ট করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পৃথকভাবে ভোটের লড়াই করলে তৃণমূল কংগ্রেসের যে ক্ষতি হবে সেকথাও তাঁরা মনে করছেন। আর সে কারণেই একসঙ্গে লড়াইয়ের আবেদন জানান তাঁরা। এআইএমআইএম নেতা আসাদউদ্দিন জানিয়েছেন, বিহার বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তাঁদের সঙ্গে যদি জোট করত বিহারের মহাজোট, তাহলে আজকে বিহার সরকার গড়ত আরজেডি শিবির। অন্যদিকে মিম এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁরা এখন সর্বভারতীয় দল। অন্যদিকে মিমের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে যদি তৃণমূলের সঙ্গে তাঁদের জোট না হয় তাহলে তাঁরা যতগুলি আসনে বাড়বে প্রার্থী দেবে।

এবং তাঁরা নিজেরাই স্বীকার করেছেন, যেখানে তাঁরা প্রার্থী দেবেন সেখানে কিন্তু বলাইবাহুল্য তৃণমূলের ক্ষতি হবে। প্রশ্ন উঠেছে, তাহলে কি ভোট কাটার জন্যই তাঁরা প্রার্থী দেবেন বাংলায়? অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, তৃণমূল শিবির এই মুহূর্তে মীমের সঙ্গে জোট বাঁধতে কোন মতেই আগ্রহী হবেনা। তাহলে মিম বাংলার নির্বাচনে প্রার্থী দিয়ে তৃণমূলের ভোট কাটার অন্যতম অংশীদার হয়ে উঠবে। এই অবস্থায় এবার তৃণমূল শিবির কি পদক্ষেপ গ্রহণ করে তাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!