এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার কি ওমিক্রনের খেলা শুরু? আপাতত স্তিমিত করোনা

এবার কি ওমিক্রনের খেলা শুরু? আপাতত স্তিমিত করোনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট করোনার বাড়বাড়ন্ত যখন একটু স্তিমিত হয়েছে, তখনই নতুন করে আতঙ্ক ছড়িয়ে হাজির হয়েছে ওমিক্রণ। ওমিক্রণের দাপট ইতিমধ্যেই সারা দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে, বাদ নেই পশ্চিমবঙ্গও। কলকাতায় আসা আরো দুজনের শরীরে দেখা মিলল করোনা ভাইরাসের। সোমবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার। অন্যদিকে দেখা যাচ্ছে, ওমিক্রণ আতঙ্ক বাড়লেও রাজ্যের করোনা গ্রাফ কিন্তু নিম্নমুখী। রবিবারে তুলনায় রাজ্যের দৈনিক সংক্রমণ কিন্তু কমেছে।

যদিও করোনা আক্রান্তের মৃত্যুও হয়েছে। রাজ্য স্বাস্থ্য ভবনের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 414 জন। যাদের মধ্যে 145 জন হলেন কলকাতার বাসিন্দা। রাজ্যের মধ্যে দৈনিক সংক্রমণের নিরিখে  শীর্ষে রয়েছে কলকাতা। তবে রবিবারের তুলনায় কমে গিয়েছে এদিনের সংক্রমণ। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা, সেখানে সংক্রামিতর সংখ্যা 62। এবং তৃতীয় স্থানে রয়েছে হাওড়া, যেখানে করোনা সংক্রামিতর সংখ্যা দাঁড়িয়েছে 33।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে 16 লাখ 27 হাজার 490 জন। সংক্রমণের হার 1.21 শতাংশ। এদিন রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে  19হাজার 676 জন। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ইতিমধ্যে 16 লক্ষ 340 জন। করোনা সংক্রমণ অনেকটাই কমে গেলেও আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রণ। বিদেশ থেকে যারা ফিরেছেন বা ফিরছেন আতঙ্ক ছড়াচ্ছে তাঁদের ঘিরে। তাঁদের শরীরে করোনার হাত ধরে ওমিক্রন থাবা বসাতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আপাতত করোনাকে ঠেকাতে এবং ওমিক্রন আতঙ্ক কমাতে সাবধান থাকার কথা বলা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!