এখন পড়ছেন
হোম > রাজনীতি > এবার কি রাজ্য রাজনীতিতে তৃণমূলের সংগঠনে দেখা মিলবে মুকুল ম্যাজিকের? অপেক্ষা পুরভোটের

এবার কি রাজ্য রাজনীতিতে তৃণমূলের সংগঠনে দেখা মিলবে মুকুল ম্যাজিকের? অপেক্ষা পুরভোটের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  একুশের বিধানসভার নির্বাচন কার্যত তৃণমূল এবং বিজেপির কাছে মারমার কাটকাট লড়াই ছিল। শেষ পর্যন্ত অবশ্য 213 টি আসনে তৃণমূল জয়লাভ করে এবং ক্ষমতায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে আসে। কিন্তু তাতেও কোথাও না কোথাও তৃণমূলের চিন্তা থেকে যাচ্ছে। কারণ বাকি 77 টি আসন কিন্তু বিজেপির হাতে যায়। আর সেটাই বর্তমানে তৃণমূলের চিন্তার কারণ আর এই চিন্তা দূর করতে এবার আসরে নামছেন তৃণমূলে ফেরত আসা শক্তিশালী সাংগঠনিক নেতা মুকুল রায়।

প্রসঙ্গত, উত্তরবঙ্গের প্রায় সর্বত্র এবং দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় তৃণমূল পিছিয়ে রয়েছে বলে উঠে এসেছে দলীয় সমীক্ষায়। সেক্ষেত্রে দলের শীর্ষ নেতৃত্ব দুর্বল সংগঠনকেই দায়ী করেছেন খারাপ ফলাফলের জন্য। আর এবার তৃণমূলে ফিরে এসে সংগঠনকে শক্তিশালী করার দায়িত্ব নিতে চলেছেন মুকুল রায় বলে মনে করা হচ্ছে। বরাবরই মুকুল রায় রাজ্য রাজনীতিতে দক্ষ সংগঠক বলে পরিচিত। তিনি যখন তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে গিয়েছিলেন, তখনও মনে করা হয়েছিল বিজেপিতে হয়ত সংগঠন বাড়ানোর ক্ষেত্রে তাঁকে কাজে লাগানো হবে।

যদিও কোনদিন বিজেপি শিবিরে সে ছবি দেখা যায়নি। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, বিজেপি যেভাবে মুকুল রায়কে দূরে সরিয়ে রেখেছিল, তারই ফল আজকে ভুগতে হচ্ছে গেরুয়া শিবিরকে। কারণ মুকুল রায় সাংগঠনিক নেতা হিসাবে বিখ্যাত। বুথস্তরের সংগঠন গড়ে দলকে শক্তিশালী করে তোলার রাস্তা তাঁর বিলক্ষণ জানা। প্রসঙ্গত, মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পর গেরুয়া শিবিরে যে ভাঙন শুরু হয়েছে, তার পেছনেও মুকুল রায়ের হাত দেখছেন অনেকেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে পুজোর আগেই হয়তো রাজ্যজুড়ে হতে চলেছে পুরভোট। আর এখানেই চিন্তা বেড়েছে তৃণমূলের। কারণ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে দেখা গিয়েছে শহরের তুলনায় গ্রামের ভোট অনেক বেশি পেয়েছে তৃণমূল। আর সেটাই এইমুহুর্তে তৃণমূলের অন্যতম অস্বস্তি। প্রসঙ্গত এই মুহূর্তে তৃণমূলের লক্ষ্য 2024 এর লোকসভা নির্বাচন। তার আগে পুর নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন রয়েছে। আর মনে করা হচ্ছে, যদি এই নির্বাচনগুলিতে কোনভাবে গেরুয়া শিবির শক্তি সঞ্চয় করতে পারে তাহলে আবারও বিজেপি মাথা তুলে উঠে দাঁড়াবে যা তৃণমূল কোনমতেই চাইছেনা।

সেক্ষেত্রে গেরুয়া সংগঠনে ধ্বস নামানোর জন্য মুকুল রায়কে কাজে লেগে পড়েছেন বলেই মনে করা হচ্ছে। একই সাথে তৃণমূলের সাংগঠনিক দায়িত্ব মুকুল রায়ের হাতে তুলে দিয়ে নিশ্চিত থাকতে চাইছে শাসক দল। এই অবস্থায় দেখার, মুকুল রায় কি তাঁর আগের রাজনৈতিক ধারা অব্যাহত রেখেছেন? তিনি কি এখনো সেই শক্তিতে দলের সংগঠনকে দাঁড় করিয়ে দিতে পারবেন? ফল বোঝা যাবে আগামী পুরভোটেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!