এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার কি রাজনীতির ময়দানে সৌরভ? টুইটে বাড়ালেন তীব্র জল্পনা!

এবার কি রাজনীতির ময়দানে সৌরভ? টুইটে বাড়ালেন তীব্র জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গত 2021 এর বিধানসভা নির্বাচনের সময় থেকেই বাংলার মহারাজা সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে পদার্পণ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু তেমন কিছুই হয়নি। বারবার রাজনীতি নামক শব্দকে এড়িয়ে গিয়েছেন সৌরভ গাঙ্গুলী। তবে এবার কি অবশেষে খেলার মাঠ ছেড়ে রাজনীতির ময়দানে নামতে চলেছে বাংলার দাদা! বস্তুত, ইতিমধ্যেই একটি টুইট করে বিসিসিআইয়ের সভাপতি পদে ইস্তফা দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তারপরেই নতুন অধ্যায় শুরু করার কথা জানিয়েছেন তিনি। আর এই টুইটের মধ্যে দিয়েই তৈরি হয়েছে জল্পনা।

সূত্রের খবর, আজ একটি টুইট করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যেখানে বিসিসিআই সভাপতি পদে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন তিনি। আর তারপরেই আজ তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন। যে সিদ্ধান্তের ফলে বহু মানুষ উপকৃত হবেন এবং প্রত্যেকে যাতে তার সঙ্গে থাকেন, সেই আবেদন জানিয়েছেন বাংলার মহারাজা। স্বভাবতই বর্তমান পরিস্থিতিতে তিনি কি এমন সিদ্ধান্ত নিতে চলেছেন, তা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন।

অনেকে বলছেন, কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসে তার বাড়িতে নৈশভোজ সেরেছেন। আর তারপর থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিজেপির সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। সামনেই রাজ্যসভার নির্বাচন রয়েছে। আর এই পরিস্থিতিতে বিসিসিআই সভাপতি পদে ইস্তফা দিয়ে কি সৌরভ গঙ্গোপাধ্যায় এবার সেই রাজনীতির ময়দানে নামতে চলেছেন! যদিও বা তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন, তা এখনও পর্যন্ত স্পষ্ট করেননি বাংলার মহারাজা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!