এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > এবার কি শান্তিনিকেতনে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী? রাজ্যসভায় চাপ বাড়াচ্ছেন হেভিওয়েট বিজেপি এমপি?

এবার কি শান্তিনিকেতনে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী? রাজ্যসভায় চাপ বাড়াচ্ছেন হেভিওয়েট বিজেপি এমপি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রবি ঠাকুরের সাধের শান্তিনিকেতনে প্রাচীর তোলাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশ্বভারতীতে প্রাচীর ভেঙে ফেলার ঘটনা তোলপাড় সৃষ্টি করেছে গোটা রাজ্যে। যে ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির বিরোধিতা চরম আকার ধারণ করেছে। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয়টি নিয়ে সংসদে আওয়াজ তুললেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। যেখানে শান্তিনিকেতনের নিরাপত্তা চেয়ে কেন্দ্রীয় বাহিনীর আবেদন করলেন হেভিওয়েট এই বিজেপি সাংসদ।

প্রসঙ্গত উল্লেখ্য, শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠে প্রাচীর তোলা এবং তা ভেঙে ফেলার ঘটনায় গত মাসে বিশ্বভারতীতে তোলপাড় কান্ড সৃষ্টি হয়েছিল। মুখ্যমন্ত্রী থেকে রাজ্যপাল, তৃণমূল থেকে বিজেপি সকলেই ময়দানে নেমে পড়েন। আর এরপরেই প্রাচীর তোলার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

পাল্টা মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরব হন উপাচার্য। শুধু তাই নয়, বিশ্বভারতীতে প্রাচীর ভেঙে ফেলার ঘটনায় নাম জড়িয়ে পরে স্থানীয় তৃণমূল বিধায়ক নরেশ বাউরির। যা আরও চাঞ্চল্যের সৃষ্টি করে। আর এরপরেই বিশ্বভারতীতে নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

কিন্তু এবার সংসদে সেই একই ব্যাপারে দাবি তুললেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। সূত্রের খবর, এদিন সভার শূন্যপদে শান্তিনিকেতনের সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গ তোলেন এই বিজেপি সাংসদ। তিনি বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন আজ বিপন্ন। সমাজ বিরোধী ও দুষ্কৃতীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে অশান্তি তৈরি করছে। সুতরাং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী এবং হেরিটেজ ভবনগুলোর নিরাপত্তার জন্য সেখানে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হোক। আর পৌষমেলার দায়িত্ব নিক কেন্দ্রীয় সরকার।” কিন্তু স্বপন দাশগুপ্ত যখন নিরাপত্তার ব্যাপারে এই দাবি তুলেছেন, তখন তার ব্যাপারে তীব্র আপত্তি জানাতে দেখা যাচ্ছে তৃণমূল সাংসদদের।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বভারতীতে সাম্প্রতিককালে যা ঘটেছে তা সত্যিই দুর্ভাগ্যজনক ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে সকলের কাছে। আর এই পরিস্থিতিতে বিশ্বভারতীকে নিয়ে যখন আশঙ্কার পাহাড় জমতে শুরু করেছে, ঠিক তখনই তার নিরাপত্তার ব্যাপারে সংসদে দাবি তুললেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত‌। এখন স্বপনবাবুর এই দাবির পরিপ্রেক্ষিতে রাজনীতিতে কতটা আলোড়ণ পড়ে এবং কেন্দ্রীয় সরকার বিজেপি সাংসদের এই দাবি মোতাবেক বিশ্বভারতীতে নিরাপত্তা ব্যবস্থার আরও কঠোর করে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!