এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > এবার কি সস্তা হবে পেট্রোল-ডিজেল? তেল সংস্থার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে আশায় বুক বাঁধছে জনতা

এবার কি সস্তা হবে পেট্রোল-ডিজেল? তেল সংস্থার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে আশায় বুক বাঁধছে জনতা


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোলের দাম বহুদিন আগেই সেঞ্চুরি অতিক্রম করেছে, ডিজেলের দাম সেঞ্চুরির আশেপাশে ঘোরাফেরা করছে। আজ কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৬ টাকা ৭৬ পয়সা, আর ডিজেলের দাম হল ৯৮ টাকা ৩ পয়সা প্রতি লিটারে। পেট্রোল-ডিজেলের ব্যাপক মূল্যবৃদ্ধির কারণ হিসেবে দায়ী করা হচ্ছে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের ব্যাপক মূল্যবৃদ্ধিকে। এই অবস্থায় আজ আন্তর্জাতিক তেল সংস্থার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা থেকে তেলের দাম কিছুটা কমতে পারে বলেই আশায় বুক বাঁধছেন আমজনতা।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বাড়ছে। গতকাল অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৮৫ ডলার ছিল। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হচ্ছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম অত্যাধিক ভাবে বৃদ্ধি পাবার কারণে, দেশের বাজারেও তেলের দাম বাড়ছে। এই অবস্থায় সরকারি, বেসরকারি তেল শোধন সংস্থাগুলিকে নিয়ে একটি টিম গঠন করা হয়েছে। বিশ্ব বাজার থেকে তেল কেনার সময় আরো ভালো চুক্তির পক্ষে সওয়াল করবে এটি। যৌথভাবে দরকষাকষিও করবে এই টিম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই তেল রপ্তানিকারক দেশ গুলিকে অপরিশোধিত তেলের দাম কমিয়ে দেওয়ার দাবি করা হয়েছে দেশের পক্ষ থেকে। দেশের পক্ষ থেকে দাবি করা হয়েছে ব্যারেল প্রতি তেলের দাম ৬৫ থেকে ৭০ ডলার-এর মধ্যে রাখতে হবে। এই পরিস্থিতিতে আজ বিশেষ বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সন্ধে ছটার সময় এই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। সরকারি সূত্রে জানা যাচ্ছে যে, আজ আন্তর্জাতিক তেল ও তেল গ্যাস সংস্থাগুলির সিইও ও একাধিক বিশেষজ্ঞদের সঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে প্রধানমন্ত্রীর বৈঠক।

জানা যাচ্ছে, এই বৈঠকে পরিশোধিত তেলের দাম কমানোর পক্ষে সওয়াল করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইসঙ্গে পেট্রোল-ডিজেলের বিকল্প হিসেবে কোন জ্বালানি ব্যবহার করা যায় কিনা? সে বিষয়েও বৈঠকে আলোচনা চলবে। হাইড্রোকার্বন প্রকৃতির জ্বালানির খনন, উত্তোলন নিয়েও আলোচনা চলবে। নতুন কোন তেল উৎপাদক দেশের সঙ্গে চুক্তির বিষয়েও বৈঠকে আলোচনা চলতে পারে। সবকিছু নিয়েই এই বৈঠকের দিকে তাকিয়ে আছে আমজনতা। এই বৈঠকের পর তেলের দাম কমতে পারে বলে, আশা করছেন অনেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!