এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > এবার কি তাহলে ভাটপাড়ার পালাবদল ? চিন্তার ভাঁজ বিজেপি শিবিরে

এবার কি তাহলে ভাটপাড়ার পালাবদল ? চিন্তার ভাঁজ বিজেপি শিবিরে


2019 এর লোকসভা ভোটের পর থেকেই দলবদল এর প্রবণতা অনেক বেশি করে লক্ষ্য করা যায়। এই দলবদলের হাওয়ায় বিজেপির দিকে সবার ঝোঁক বাড়ে। লোকসভা ভোটে রাজ্যের শাসক দল তৃণমূল কোনরকমে নিজেদের হার বাঁচিয়েছিলেন পশ্চিমবঙ্গের 42 টি আসনের মধ্যে তাঁরা অধিকার করেছিলেন 22 টি আসন। অন্যদিকে বিজেপি দল আসন সংখ্যা বাড়িয়ে আঠারোয় পৌঁছায়।

লোকসভা ভোটের পর থেকেই বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগ দেওয়ার যে প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল বিশেষ করে শাসক দল থেকে, এর ফলে বহু পুরসভা থেকে পঞ্চায়েত বিজেপির দখলে যেতে শুরু করেছিল। তবে বর্তমানে বিজেপিতে যোগ দেওয়ার যে প্রবণতা ছিল তাতে বেশ কিছুটা ভাটা লক্ষ্য করা যাচ্ছে। বিজেপি থেকে তৃণমূলে ফিরে যাওয়ার ফলে বিজেপি অধিকৃত পুরসভা পঞ্চায়েতগুলি আবার তৃণমূলের হস্তগত হতে শুরু করেছে। নৈহাটি, গারুলিয়ার পর এবার পালা ভাটপাড়া পৌরসভার।

ইতিমধ্যে ভাটপাড়া পৌরসভা নিয়ে বিজেপি নেতা অর্জুন সিংকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। পরিষ্কার করে তিনি জানিয়ে দিয়েছেন, আগামী চৌঠা ডিসেম্বর ভাটপাড়ায় অনাস্থা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল। প্রসঙ্গত এ মাসের শুরুতেই বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন 12 জন বিজেপি কাউন্সিলর। ফলে তৃণমূলের সদস্যসংখ্যা গিয়ে 17 এ দাঁড়ায়।

গত 12 ই নভেম্বর শোনা গিয়েছিল, 12 জন বিজেপি কাউন্সিলর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন। সেই অনুযায়ী 12 জন কাউন্সিলরকে নিয়ে তৃণমূল কাউন্সিলরের সংখ্যা দাঁড়িয়েছে 17 তে। ভাটপাড়ায় কাউন্সিলর সংখ্যা 32 তার মধ্যে বিজেপির আছে 14 জন কাউন্সিলর এবং একজন বাম কাউন্সিলর। যথারীতি তৃণমূলের যদি 17 হয় তাহলে আস্তাভোট তাঁরা অনায়াসেই জিতে যাবে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

লোকসভা নির্বাচনের পর দলবদলের সময় তৃণমূল বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল, ভয় দেখিয়ে তাঁদের সদস্যদের দলবদল করানো হচ্ছে। এবার সেই একই অভিযোগের সুর বিজেপি সাংসদ অর্জুন সিং এর গলায়। তিনিও বললেন 8 জন কাউন্সিলরকে ভয় দেখিয়ে পুলিশ তুলে নিয়ে গেছে। এদিন বিজেপি শিবিরকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক জানান, আগামী চৌঠা ডিসেম্বর তৃণমূল ভাটপাড়া পৌরসভায় অনাস্থা প্রস্তাব দাখিল করবে।

উল্লেখযোগ্য, পানিহাটি এলাকায় রবিবার একটি মিছিল বার করে তৃণমূল। সেই মিছিলে ছিলেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। এবং উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। বিজেপি শিবিরের দিকে চ্যালেঞ্জ দেন জ্যোতিপ্রিয় মল্লিক। তবে সূত্রের খবর, বিজেপি শিবির তথা ভাটপাড়ার বিজেপি নেতা অর্জুন সিং তৃণমূল শিবিরের এই চ্যালেঞ্জকে গুরুত্ব দিতে মোটেই রাজি নন।

একের পর এক পুরসভা বেদখল হয়ে যাওয়াতে এমনিতেই বিজেপি শিবির যথেষ্ট চিন্তিত। ইতিমধ্যে কাটাছেঁড়া শুরু হয়েছে এই নিয়ে। লোকসভা ভোটের পর যে পরিমাণে সদস্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাতে বিজেপি শিবিরের দিকে যথেষ্ট পাল্লা ভারী বলে মনে হচ্ছিল। কিন্তু বর্তমানে বিজেপি সংখ্যা ক্রমাগত কমে যাওয়ায় বিজেপি শিবিরে চিন্তার ভাঁজ।

দলবদল এর বিষয়টি পর্যবেক্ষণ করে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এভাবে যদি বিজেপি থেকে তৃণমূলে দলবদল করতে থাকে তাহলে 2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপির জন্য কোন অঘটন ঘটে যাওয়া অসম্ভব নয়। ভাটপাড়ার পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে, সে দিকে এখন নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!