এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > এবার কি তাহলে কংগ্রেসের হাল ধরবেন প্রশান্ত কিশোর? জল্পনা তুঙ্গে

এবার কি তাহলে কংগ্রেসের হাল ধরবেন প্রশান্ত কিশোর? জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কংগ্রেসের অন্দরে এখন যে খবরটা নিয়ে মারাত্মক চাপানউতোর চলছে, সেটি হল প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগ দেওয়া। কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে, প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগ দেওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। কার্যত একুশের বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোর তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছেন। এখনো পর্যন্ত তিনি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখেছেন। অন্যদিকে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের সঙ্গেও তিনি আলোচনা চালাচ্ছেন। সম্প্রতি তিনি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন। আর তারপরেই প্রশান্ত কিশোরের কংগ্রেসের যোগ দেওয়া নিয়ে জল্পনা জমে উঠেছে।

সূত্রের খবর, প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগ দিলে কংগ্রেসের কি কি উপকার হবে তা নিয়ে রাহুল গান্ধী ইতিমধ্যেই অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করতে শুরু করেছেন। পাশাপাশি কংগ্রেসে প্রশান্ত কিশোরের ভূমিকা কী হবে, তা নিয়ে তিনি নিজেই পরিকল্পনা শুরু করেছেন। শোনা যাচ্ছে, প্রশান্ত কিশোর একসময় কংগ্রেসকে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই সময়ে রাহুল গান্ধী তাঁকে কংগ্রেসে যোগ দেবার প্রস্তাব দিয়েছিলেন। তারপর সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতিতে প্রশান্ত কিশোরের সঙ্গে কথা হয় রাহুল গান্ধীর। যদিও প্রশান্ত কিশোরের পক্ষ থেকে এখনো পর্যন্ত কংগ্রেসে যোগদানের বিষয়টি নিয়ে কিছু বলা হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে রাহুল গান্ধী অন্যান্য নেতাদের মতামত নিতে বাইশে জুলাই একটি ভার্চুয়াল বৈঠক করেন বলে জানা গিয়েছে। সেই বৈঠকে কমলনাথ, মল্লিকার্জুন খাড়গে, এ কে অ্যান্টনি, অজয় মাকেন, আনন্দ শর্মা, হরিশ রাওয়াত, অম্বিকা সোনি এবং কে সি বেণুগোপালের মতন নেতা ছিলেন। এই বৈঠকেই প্রশান্ত কিশোরের সঙ্গে রাহুল যে আগেই বৈঠক করেছিলেন, সে কথাও জানিয়েছেন বলে শোনা যাচ্ছে। তবে রাহুল গান্ধী এই বৈঠকে জানিয়েছেন, প্রশান্ত কিশোরকে কংগ্রেস শুধুমাত্র পরামর্শদাতা হিসেবে চাইছেনা। বরং তাঁকে দলে নিয়ে শক্তি বাড়াতে চাইছে। সেক্ষেত্রে বর্ষীয়ান নেতা নেত্রীদের কি মতামত তা জানতে চান রাহুল।

কার্যত কংগ্রেসের অধিকাংশ নেতাই মনে করছেন, প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগ দিলে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের গুরুত্ব অনেকটাই বৃদ্ধি পাবে। তবে দলে প্রশান্ত কিশোরের ভূমিকা কি হবে তা আগে থেকেই নির্দিষ্ট হওয়া উচিত বলে মনে করছেন অনেকেই। খুব স্বাভাবিকভাবেই প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগ দিলে তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি আর কাজ করতে পারবেন না বলে ধরে নেওয়া যায়। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের হাত থেকে প্রশান্ত কিশোর হাতছাড়া হয়ে গেলে তাঁরা বিষয়টি কিভাবে নেবে সেটা দেখার। তবে পুরো বিষয়টিই যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এ ব্যাপারে কিছু বলা যাচ্ছেনা। কারণ রাজনীতিতে অনুমানের ভরসায় কোন কিছুই নিশ্চিত করে বলা যায়না বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!