এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার কি তবে চালু হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা? জল্পনা বাড়িয়ে রাজ্যকে চিঠি রেল কর্তৃপক্ষের

এবার কি তবে চালু হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা? জল্পনা বাড়িয়ে রাজ্যকে চিঠি রেল কর্তৃপক্ষের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামীকাল পর্যন্ত রাজ্যে কঠোর লকডাউন জারি রয়েছে। এরপর থেকে লকডাউন কিছুটা শিথিল হবার সম্ভাবনা রয়েছে। কারণ, রাজ্যে করোনা সংক্রমনের মাত্রা কিছুটা কমে এসেছে। আজ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে নবান্ন। আর এই পরিস্থিতিতে লোকাল ট্রেন পরিষেবা চালু করার আর্জি জানিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে চিঠি দেয়া হলো নবান্নকে।

সম্প্রতি সাধারণ মানুষের জন্য লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। তবে স্পেশাল ট্রেন অল্প পরিমাণে চালানো হচ্ছে। এই ট্রেনগুলিতে সাধারণত স্বাস্থ্যকর্মী, ব্যাঙ্ককর্মী, পোস্টাল, টেলিগ্রাফ কর্মীদের ওঠার অনুমতি দেয়া হলেও যানবাহনের অভাবে বেশ কিছু সাধারন মানুষও ট্রেনগুলোকে সফর করছেন। অতিরিক্ত ভিড় থাকার কারণে অনেক ক্ষেত্রে সামাজিক দূরত্ব মান্য করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিকভাবে চালু করার আবেদন জানিয়ে রাজ্যের পরিবহন সচিবের কাছে চিঠি দেয়া হল পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে রেল সূত্রের খবর, এখনো পর্যন্ত রাজ্য চিঠির উত্তর দেয়নি। রাজ্য যদি সবুজ সঙ্কেত দেয়, তবে লোকাল ট্রেন পরিষেবা শুরু করার চিন্তাভাবনা রয়েছে রেলের। এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন যে, লোকাল ট্রেন পরিষেবা চালু করা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের সিদ্ধান্ত। রাজ্যের লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে রাজ্য সরকারের নির্দেশে। এ ব্যাপারে শেষ কথা বলবে রাজ্য। সরকার অনুমতি দিলে আবার লোকাল ট্রেন পরিষেবা চালু করা হবে। আগামীকালের পর থেকেই লোকাল ট্রেন চালাতে প্রস্তুত রয়েছে রেল।

আবার দক্ষিণ-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক গীতা সরকার জানিয়েছেন যে, রাজ্য সরকার অনুমতি দিলেই লোকাল ট্রেন চালু করা হবে। সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে রেল। রাজ্য যেমন যেমন নির্দেশিকা দেবে, তেমনিই ট্রেন চালু করা হবে। লোকাল ট্রেন চালু করতে তাঁরা প্রস্তুত আছেন। রেলের পক্ষ থেকে রাজ্যকে চিঠি দেয়া হলো, তবে, সম্পূর্ণ বিষয়টি নির্ভর করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের উপর। আবার, মেট্রো কর্তৃপক্ষ এখনো সরকারের কাছে কোন চিঠি পাঠায় নি। তবে জানানো হয়েছে, পরিষেবা চালু করার প্রস্তুতি নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

সম্প্রতি, হাওড়া ও শিয়ালদহ ডিভিশন মিলিয়ে মোট ৩৪২ টি স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। এই ট্রেনগুলোতে ভিড়ের পরিমান দিনে দিনে বেড়েই চলেছে। যা থেকে সংক্রমণ তীব্র ভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। রেলের সংখ্যা কম থাকলে ভিড় নিয়ন্ত্রণ করা যে সম্ভব হবে না, এটা বুঝতে পারছে ভারতীয় রেল। একারণে স্বাভাবিক পরিষেবা শুরু করার আর্জি জানিয়ে রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছে রেল দপ্তর। আবার, আগামীকালের পর থেকে রাজ্যজুড়ে দূরপাল্লার বেশকিছু ট্রেনের পরিষেবা চালু হতে চলেছে। জানা গেছে ৩৩ জোড়া স্পেশাল ট্রেন চালু করা হবে। তবে বেশ কিছু নিয়ম-বিধি মেনে তবেই যাত্রীদের দূরপাল্লার ট্রেনে ওঠার অনুমতি দেয়া হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!