এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার কি তবে দেশজুড়ে চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি? হাইকোর্টের নয়া নির্দেশে বাড়ছে তীব্র জল্পনা

এবার কি তবে দেশজুড়ে চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি? হাইকোর্টের নয়া নির্দেশে বাড়ছে তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার দাবি উঠেছে বারবার। বিজেপির পক্ষ থেকে একটি বড়সড় এজেন্ডা হলো এই অভিন্ন দেওয়ানি বিধি। ২০১৯ সালে সরকার গঠনের পর অভিন্ন দেওয়ানি বিধি দেশজুড়ে চালু করার ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ নিতে দেখা গিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তবে, করোনা সংক্রমনের কারণে তা বেশিদূর এগোতে পারে নি। সম্প্রতি, দিল্লি হাইকোর্টে চলা এক মামলার শুনানিতে অভিন্ন দেওয়ানি বিধি চালুর বিষয়ে সমর্থন জানালো হাইকোর্টের পর্যবেক্ষণ। এবিষয়ে কেন্দ্রকে দেওয়া হলো নতুন নির্দেশ আদালতের পক্ষ থেকে।

প্রসঙ্গত, দেশে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য পৃথক পৃথক ল বোর্ড রয়েছে। ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইন মিনা সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রে কার্যকর করা যাবে কিনা? এ বিষয়ে মামলা চলছিল দিল্লি হাইকোর্টে। এই মামলার শুনানিতে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার বিষয়ে সমর্থন জানালো হাইকোর্ট। দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা এম সিং জানালেন যে, বর্তমানে ভিন্ন ভিন্ন ল বোর্ড গুলির প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। পরিবর্তে দেশে এখন ইউনিফর্ম সিভিল কোড চালু করার প্রয়োজন আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন যে, ভারতীয় সংবিধানের ৪৪ নম্বর ধারায় যে অভিন্ন দেওয়ানি বিধির কথা উল্লেখ করা হয়েছে, এই ধারাকে গুরুত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট। সে পথে হেঁটেই সাধারণ মানুষের জন্য নতুন দরজা খুলে যেতে পারে। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেশের আধুনিক সমাজ ক্রমশ সমগোত্রীয় হয়ে পড়েছে। এ অবস্থায় অভিন্ন দেওয়ানি বিধি চালু করা প্রয়োজন।

প্রসঙ্গত, ভারতে বিভিন্ন সম্প্রদায়ের জন্য বিভিন্ন ল বোর্ড এর উপস্থিতির কারণে বিবাহ বিচ্ছেদ ও অন্যান্য বিষয় নিয়ে ভিন্ন ধর্ম, জাত, বর্ণের মানুষদের সমস্যায় পড়তে হচ্ছে। এই কারণেই অভিন্ন দেওয়ানি বিধি চালুর বিষয়ে মত দিয়েছে দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণ। দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালুর দাবিতে ইতিপূর্বে জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে একাধিকবার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!