এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার কি তবে ত্রিপুরার দখল নিতে চলেছে তৃণমূল? কি বলছেন হেভিওয়েট বিজেপি নেতা?

এবার কি তবে ত্রিপুরার দখল নিতে চলেছে তৃণমূল? কি বলছেন হেভিওয়েট বিজেপি নেতা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড়োসড়ো জয় পাওয়ার পর বাঙালি অধ্যুষিত রাজ্য ত্রিপুরার দিকে হাত বাড়িয়েছে তৃণমূল। ত্রিপুরা জয়ের মধ্যদিয়ে দিয়ে দেশজয়ের সূত্রপাত ঘটাতে সচেষ্ট তৃণমূল। ত্রিপুরাতে ক্রমশ বাড়ছে তৃণমূলের রাজনৈতিক তৎপরতা। ত্রিপুরা দখলে আত্মবিশ্বাসী হয়ে উঠছে তৃণমূল, বিজেপিকে দিচ্ছে একের পর এক হুঁশিয়ারি। এবার এ প্রসঙ্গে বক্তব্য রাখেন রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বে ত্রিপুরাতে খেলা হবে দিবস পালন করেছিল তৃণমূল। আবার গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে ত্রিপুরাতে। তৃণমূলের রাজনৈতিক তৎপরতা বাড়তেই ত্রিপুরাতে বিজেপি ও তৃণমূল দুই যুযুধান শিবিরের মধ্যে চাপানউতোর বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। গতকাল তৃণমূলের কর্মসূচিতে বিজেপির হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক তৃণমূল কর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ উঠেছে তৃণমূলের পক্ষ থেকে। এক তৃণমূল কর্মীর বাড়িতে ভাংচুরের অভিযোগও উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনায় বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জানিয়েছেন যে,এখনো ত্রিপুরাতে যান নি মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরাতে তিনি পা রাখলেই সেখানে ভূমিকম্প হবে। ত্রিপুরাতে তৃণমূলকে কেউ আটকাতে পারবেনা। এবার এ প্রসঙ্গে পাল্টা জবাব দিলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। এ প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানিয়েছেন যে, করোনা পরিস্থিতিতে এমনিতেই মানুষের জীবনযাত্রা বিপন্ন। এর ওপর যদি ভূমিকম্প হয় তবে ত্রিপুরার মানুষের কথা ভেবে ভয় পাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, মুখ্যমন্ত্রী আবেগপূর্ণ ভাষণ দিচ্ছেন। তা না করে তৃণমূলের আগে ত্রিপুরার বিধানসভাতে খাতা খুলে দেখান, তারপর কথা বলুন মুখ্যমন্ত্রী। তিনি জানালেন, স্বপ্ন দেখা ভালো, তাতে শরীর মন দুটোই ভালো থাকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!