এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার কয়লা পাচার কাণ্ডে ইডির সমন পেলেন সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়

এবার কয়লা পাচার কাণ্ডে ইডির সমন পেলেন সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কয়লা পাচার কাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দোপাধ্যায়কে তলব করেছে ইডি। কলকাতার পরিবর্তে দিল্লিতে তলব করা হয়েছে তাঁদের। আর এর সঙ্গেই রাজ্যের আরো তিনজন আইপিএস অফিসারকে তলব করা হয়েছে। এই অফিসারদের ইতিপূর্বেও তলব করা হয়েছিল। কিন্তু সে সময় তাঁরা উপস্থিত হননি। তাই আবার তলব করা হলো তাদের। ইডি সূত্রে জানা যাচ্ছে যে, কয়লা কেলেঙ্কারির তদন্তে সহযোগিতার জন্য নোটিশ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে আগামী ১ লা সেপ্টেম্বর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে আগামী ৬ ই সেপ্টেম্বর। এছাড়া যে তিনজন আইপিএস অফিসারকে তলব করা হয়েছে। তাঁরা হলেন সেলভা মুরুগান জ্ঞানবন্ত সিং, শ্যাম সিং। তাদের তলব করা হয়েছে ৮ ই, ৯ ই, ১০ ই সেপ্টেম্বর। পূর্বেও তাদের তলব করা হয়েছে। তবে, এখনো পর্যন্ত উপস্থিত হননি এই তিন আধিকারিক। এদিকে, সম্প্রতি ইডি তলব করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ আইনজীবী সঞ্জয় বসুকে। আগামী ৩ রা সেপ্টেম্বর তাঁকে তলব করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয়েছিল। এবার আবার তাকে নোটিশ পাঠানো হলো। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই জিজ্ঞাসা করেছিল সিবিআই। তবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কোন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মুখোমুখি হননি। কলকাতা ছেড়ে কেন তাদের ডাকা হলো দিল্লিতে? এ প্রসঙ্গে অনেকে মনে করছেন যে, নারদ কান্ডে রাজ্যের ৪ হেভিওয়েটকে গ্রেফতারের পর যে ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তাই আর কোন ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, পারলে রাজনৈতিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা লড়াই করুন। কেন্দ্রের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন যে, কেন্দ্র একটা ইডি দেখাবে। তিনি হাজার হাজার কাগজ পাঠাবেন। তারপর তিনি দেখতে চান কেস হয় কিনা? না হলে তারাও আদালতে যাবেন। সবটাই ম্যানেজ করে রাখা হয়েছে বলে, কটাক্ষ করেছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!