এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবার লক্ষীর ভান্ডার প্রকল্প শুরুর আগেই দুর্নীতির অভিযোগ, প্রশাসনকে কড়া নির্দেশ নবান্নের

এবার লক্ষীর ভান্ডার প্রকল্প শুরুর আগেই দুর্নীতির অভিযোগ, প্রশাসনকে কড়া নির্দেশ নবান্নের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন লক্ষীর ভান্ডার প্রকল্পের। রাজ্য সরকার গঠনের পর আর বিশেষ দেরি না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষীর ভান্ডার প্রকল্প বাস্তবে রূপায়ণ করতে নির্দেশ দেন। আর সেক্ষেত্রে আবার আসতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি। মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঘোষণা করা হয়, দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম পাওয়া যাবে। কিন্তু তা সত্বেও লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে বিভিন্ন দুর্নীতির খবর আসছে। কার্যত জানা যাচ্ছে, বেশ কিছু অসাধু চক্র মুনাফার জন্য লক্ষীর ভান্ডার প্রকল্পের ফরম বিক্রি করছে 5 টাকায়। এই সংক্রান্ত একাধিক অভিযোগ সামনে এসেছে।

মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন দুয়ারে সরকার ছাড়া অন্য কোথাও লক্ষীর ভান্ডার এর ফর্ম পাওয়া যাবেনা। কিন্তু তা সত্বেও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। কার্যত অভিযোগ জানানোর জন্য মুখ্যমন্ত্রী সম্প্রতি একটি টোল ফ্রি নাম্বার চালু করেছিলেন। আর সেখানেই ঝাঁকে ঝাঁকে অভিযোগ এসেছে। বিভিন্ন জেলার পুরসভার কাউন্সিলররা 5 টাকার বিনিময়ে লক্ষীর ভান্ডারের ফর্ম বিলি করছেন বলে জানা যাছে। একাধিক পার্টি অফিস থেকে এই কাজ হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। আর তাই নিয়েই এবার নবান্নের পক্ষ থেকে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, এই ধরনের ঘটনার অভিযোগ পাওয়া মাত্রই কড়া পদক্ষেপ গ্রহণ করতে।

কোনভাবে যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে নবান্ন। কার্যত বর্তমান সরকার যাতে কোনোভাবেই অস্বস্তির মুখে না পড়ে, তার জন্য জেলা প্রশাসনকে নিশ্চিত করতে হবে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে এবং তার জন্য দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষীর ভান্ডারের জন্য আলাদা কাউন্টার থাকবে। সেখানে গেলে যে ফর্ম পাওয়া যাবে, সেই ফর্মে একটি নির্দিষ্ট নাম্বার থাকবে, যার রেকর্ড সরকারের কাছেও থাকবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ফর্ম কোনভাবে জেরক্স করে বা ডুপ্লিকেট বার করে কাজ করা যাবেনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কার্যত ফর্মের অপব্যবহার রোখার জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী আবেদন করেছেন, যারা লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম নেবেন, তাঁরা সেখান থেকেই ফর্ম ফিলাপ করে যেন জমা দেয়। কোনরকম বেনিয়মের অভিযোগ যাতে না ওঠে, তার জন্য আলাদাভাবে হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে নবান্নের পক্ষ থেকে। সেই নাম্বারটি সোজাসুজি মুখ্যমন্ত্রী দপ্তরের সঙ্গে সংযুক্ত থাকছে। আর সে ক্ষেত্রে টোল-ফ্রী নম্বরে ফোন করে অভিযোগ জানালে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে।

তা সত্ত্বেও যেভাবে দুর্নীতি সামনে আসছে তা নিয়ে বিরোধীরা আবার মুখ খুলছে। বিভিন্ন প্রকল্প থেকে কাটমানি খাওয়ার অভিযোগ বহুবার উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। একাধিক দুর্নীরি সংক্রান্ত অভিযোগে বিরোধীরা বারংবার বিদ্ধ করেছে তৃণমূলকে। তাই এবার উপমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি সাবধানী। কিন্তু তা সত্ত্বেও অভিযোগ সামনে আসছে। তাই এবার প্রশাসনের পক্ষ থেকে অসাধু চক্রের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, সেদিকে নজর ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!