এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার লক্ষ্য গোয়া! তৃণমূল সুপ্রীমোর তিনদিনের সফরে কি কি পরিকল্পনা? জেনে নিন

এবার লক্ষ্য গোয়া! তৃণমূল সুপ্রীমোর তিনদিনের সফরে কি কি পরিকল্পনা? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট  একুশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বোঝা গিয়েছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সর্বভারতীয় স্তরে দখল বাড়াতে চলেছেন। লক্ষ্য তার একটাই গেরুয়া শিবিরকে কোণঠাসা করা। ইতিমধ্যেই বাংলার ভোটের ফল প্রকাশের পর তিনি দিল্লীতে বড়োসড়ো বৈঠক করে এসেছেন। অন্যদিকে বাংলার পাশাপাশি পাশের রাজ্য ত্রিপুরাতেও তৃণমূল পা দিয়েছে। আর এবার ত্রিপুরার পর তৃণমূলের লক্ষ্য সৈকত রাজ্য গোয়া। প্রসঙ্গত বেশ কিছুদিন যাবৎ গোয়াতে ডেরেক ও ব্রায়নের মতন তৃণমূল নেতা এবং সদ্য তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয় সেখানে রয়েছেন সংগঠন তৈরি করতে। আর আজকে তিনদিনের জন্য রাখতে চলেছেন স্বয়ং সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী রয়েছেন উত্তরবঙ্গে। সেখান থেকেই সোজা উড়ে যাবেন গোয়া অভিমুখে। যদিও বিরোধীরা তার এই গোয়া ভ্রমণকে বিশেষ পাত্তা দিচ্ছেনা। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, যেভাবে গোয়াতে স্থানীয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃণমূলের সখ্যতা বাড়ছে তা কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে পারে আগামী দিনে। প্রসঙ্গত ইতিমধ্যেই গোয়াতে বিশিষ্টজনেরা তৃণমূলের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে তৃণমূলের সখ্যতা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক মহলের অধিকাংশই মনে করছেন, 2012 সালেও তৃণমূল কিন্তু গোয়াতে গিয়েছিল কিন্তু তখন তৃণমূলকে খালি হাতেই ফিরতে হয়েছিল।

কিন্তু এবার পরিস্থিতি অন্য। এবং সর্বোপরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গোয়াতে তৃণমূলের কর্মকাণ্ড কোন দিকে মোড় নিতে চলেছে সে দিকে নজর রেখেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কান পাতলে শোনা যাচ্ছে এই নাফিসা আলি, লাকি আলি, রেমো ডিসুজাদের মতন বিশেষজ্ঞরা তৃণমূলে যোগদান করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। এছাড়াও গোয়াতে বহু রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করবেন বলে জানা গিয়েছে। সেজন্য একটি বিরাট মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে গোয়ায়। তৃণমূলের তরফ থেকে পাশাপাশি জানা যাচ্ছে আগামী তিনদিন গোয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে হেঁটে ঘুরবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

খুব স্বাভাবিকভাবেই এক্ষেত্রে আরও একবার মানুষের সঙ্গে জনসংযোগের বিষয়টি উঠে আসছে। অন্যদিকে সূত্রের খবর, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গোয়াতে অভিনেত্রী বর্ষা উসগাঁওকর তৃণমূলে যোগ দিতে পারেন। তবে জানা যাচ্ছে, তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের আগেই প্রশান্ত কিশোর এবং তাঁর দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা গোয়াতে পৌঁছে গিয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনদিনের সফরে একাধিক উল্লেখযোগ্য ঘটনার সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল। প্রশ্ন উঠেছে, হঠাৎ করে গোয়ার দিকে কেন নজর পড়েছে তৃণমূলের? সেক্ষেত্রেও সেই একই উত্তর এসে পড়ে- যেকোনোভাবে বিজেপির গড়ে হানা দেওয়া।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে কোনভাবে যদি গোয়ার সাধারণ নির্বাচনে তৃণমূল উল্লেখযোগ্য ফল করে। তাহলে অবশ্যম্ভাবী সর্বভারতীয় ইমেজ তৈরি করতে তৃণমূলকে পেছনে ফিরে আর তাকাতে হবেনা। তৃণমূল কিন্তু ধীরে ধীরে সর্বভারতীয় স্তরে নিজেদের বিস্তার শুরু করেছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ থেকে কিন্তু তৃণমূলে যোগদান হয়েছে। ত্রিপুরাতেও গেরুয়া গড়ে ভাঙ্গন ধরিয়েছে তৃণমূল। আর এবার গোয়া। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সর্বভারতীয় স্তরে ধীরে ধীরে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন সে ব্যাপারে একমত রাজনৈতিক মহল। তবে আশা করা যায়, গেরুয়া শিবির চুপ করে বসে থাকবেনা। তারা এখন কিভাবে তৃণমূল নেত্রীকে আটকাবে এখন সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!