এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > এবার লালদুর্গ থেকেই কড়া চ্যালেঞ্জ সিপিআইএমের, জনসমর্থন আসবেই বলে দাবী

এবার লালদুর্গ থেকেই কড়া চ্যালেঞ্জ সিপিআইএমের, জনসমর্থন আসবেই বলে দাবী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভার নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল সক্রিয় হয়ে উঠছে। ময়দানে নামতে প্রস্তুত সবাই। ইতিমধ্যেই রাজ্যের অন্যতম দুই যুযুধান শিবির তৃণমূল এবং বিজেপি চালাচ্ছে জোরদার প্রচার। তবে এবার তৃণমূল এবং বিজেপিকে টেক্কা দিতে ময়দানে নামছে সিপিআইএম। 

এবারের বিধানসভা নির্বাচনে সিপিআইএম ইতিমধ্যেই জোট বেঁধেছে কংগ্রেসের সাথে। আর এবার জোটসঙ্গীকে সাথে নিয়ে আসরে নামতে চলেছে লালবাহিনী। সামনেই আসতে চলেছে ব্রিগেডের সভা। কিন্তু তার আগেই রীতিমতো হুংকার দিয়ে পূর্ব বর্ধমান জেলার সিপিআইএম এর পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বর্ধমানে তাঁদের জনসভায় রেকর্ডসংখ্যক ভিড় হতে চলেছে।

যা টেক্কা দেবে তৃণমূল এবং বিজেপির দলীয় প্রচারে উপস্থিত জনসমাগমকে। উল্লেখ্য, মঙ্গলবার বর্ধমানে আসতে চলেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। একুশের বিধানসভা নির্বাচনে দলকে উদ্বুদ্ধ করতে তিনি সভা করতে চলেছেন বর্ধমানে। আর এই সভাতেই জনজোয়ার নামবে বলে দাবি করেছেন বর্ধমান জেলা কার্যালয়ে হওয়া সাংবাদিক সম্মেলনে দলের জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক। তিনি জানিয়েছেন, 9 জানুয়ারি বর্ধমানে জেপি নাড্ডার র‍্যালিতে কিংবা অভিনেতা সোহমের র‍্যালিতে যত লোক এসেছিল, তার থেকেও সিপিএমের মঞ্চে মানিক সরকারের সভায় লোক সমাগম অনেক বেশি হবে বলে দাবি করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন দলের জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক আরও জানান, সিপিআইএমের কর্মসূচিতে মানুষের যোগদান বাড়ছে। বিজেপি এবং তৃণমূলের পাশাপাশি রাজ্যের সিপিআইএমও যে বড় শক্তি হয়ে উঠতে চলেছে আগামী দিনে, তা প্রমাণ হবার সময় এবার এসে গেছে। প্রসঙ্গত, অতীতে বর্ধমানকে লাল দুর্গ বলা হতো। কারণ সেখানে সিপিআইএমের জয় ছিল বাঁধাধড়া। সেই অবিভেদ্য দুর্গেও তৃণমূল ফাটল ধরিয়েছে। কিন্তু বামেরাও লকডাউন এর আগে থেকেই বিভিন্ন কর্মসূচী চালিয়েছে জেলায়, যা থেকে তাঁদের প্রতি মানুষের সমর্থন বেড়েছে বলে মনে করা হচ্ছে। আর সেখান থেকেই এবার তৃণমূল এবং বিজেপির জমায়েতকে কড়া চ্যালেঞ্জ জানাচ্ছে সিপিআইএম।

রাজ্যজুড়ে 2011 সালে বাম জমানার পতনের পর থেকেই ক্রমশ সিপিআইএম কোণঠাসা হয়ে পড়েছে। বিগত নির্বাচনগুলোতে তো সিপিআইএমকে খুঁজে পাওয়া মুশকিল ছিল। কিন্তু এবার একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে সিপিআইএম ঘুরে দাঁড়ানোর তোড়জোড় শুরু করেছে। এবং তাঁদের পুরনো গড় বর্ধমান থেকেই তারা শক্তি সঞ্চয় করতে আগ্রহী। আর সে কারণেই মানিক সরকার বর্ধমানে দাঁড়িয়ে করতে চলেছেন বড়োসড়ো জনসভা। এবার দেখার, সিপিআইএমের এই চ্যালেঞ্জের জবাব দিতে মানুষ তাঁদের সঙ্গী হয় কিনা!

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!