এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার লালুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মোদির, জেনে নিন কি

এবার লালুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মোদির, জেনে নিন কি


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিহারের নির্বাচনে আরজেডি বৃহত্তম দল হলেও শেষ পর্যন্ত সরকার করার মতো প্রয়োজনীয় আসন পায় নি মহাজোট। সরকার করার প্রয়োজনীয় আসন লাভ করে বিহারে সরকার গঠন করেছে এনডিএ। বিহারের সরকার গঠনে ব্যর্থ হয়ে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব এনডিএর বিধায়কদের কেনার চেষ্টা করছেন বলে, গতকাল মঙ্গলবার বিজেপির বর্ষীয়ান নেতা সুশীল কুমার মোদী লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন।

প্রসঙ্গত, বিহারের বিধানসভা নির্বাচনে আরজেডি পেয়েছে মোট ৭৫ টি আসন। আরজেডি এখন রাজ্যের বৃহত্তম দল। কিন্তু আরজেডির নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের প্রয়োজনীয় আসন লাভ করতে পারেনি। আরজেডির থেকে একটি আসন কম পেয়েছে বিজেপি। এনডিএ জোট সরকার গঠন করেছে। এনডিএতে দ্বিতীয় স্থানে আছে নীতীশ কুমারের জেডিইউ। এনজিপি নেতা চিরাগ পাস্বান জেডিইউর ভোট যথেষ্টভাবে কেটেছেন। এনডিএ জোটে আছে জেডিইউ, বিজেপি ছাড়াও দুটি ছোট দল।

বিজেপি তার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করেছেন। নীতীশ কুমারের মন্ত্রিসভায় ১৪ জন মন্ত্রী শপথ নিয়েছেন। তাঁদের মধ্যে সাতজন মন্ত্রী বিজেপির, পাঁচজন মন্ত্রী জেডিইউর। একজন করে মন্ত্রী আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতিনরাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চার ও বলিউডের প্রাক্তন সেট ডিজাইনার মুকেশ সাহনির বিকাশশীল ইনসান পার্টির । এই দুটি দলের একজন করে বিধায়ককে মন্ত্রিসভায় স্থান দেয়া হয়েছে। অন্যদিকে বিহারের উপমুখ্যমন্ত্রী করা হয়েছে বিজেপির দুজন তারকিশোর প্রসাদ ও রেণু দেবীকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল মঙ্গলবার প্রবীণ বিজেপি নেতা সুশীল কুমার মোদী টুইট করে অভিযোগ করেছেন যে, বিহারের সরকার গড়তে না পেরে লালু প্রসাদ যাদব এনডিএর বিধায়কদের কিনতে চাইছেন। তাঁর টুইটে তিনি একটি মোবাইল নাম্বার দিয়ে জানিয়েছেন, জেলে থাকা অবস্থায় লালু প্রসাদ যাদব এই মোবাইল নাম্বারের মাধ্যমে বাইরের সঙ্গে যোগাযোগ করছেন।

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত হন লালু প্রসাদ যাদব। সম্প্রতি রাঁচিতে বন্দি আছেন লালুপ্রসাদ যাদব। প্রথমে তাঁকে হটওয়ার সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল। পরে তাকে স্বাস্থ্যের কারণে ভর্তি করা হয়েছে রিমস হাসপাতালে। এদিকে গত কয়েক মাস ধরে এক বাংলোয় ছিলেন তিনি। সরকার রিমসের ডায়রেক্টরের জন্য এই বাংলো বরাদ্দ করে। অভিযোগ উঠে, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকার বেআইনিভাবে লালু প্রসাদ যাদবকে এই বাংলোয় থাকতে দেয়।

সম্প্রতি বিজেপি নেতা সুশীল কুমার মোদী বিহারের বিধান পরিষদের এথিক্স কমিটির চেয়ারম্যান। তিনি লালুপ্রসাদ যাদবের ঘোর বিরোধী বলে পরিচিত। তিনি জানিয়েছেন যে, রাঁচির জেলে বসেই লালু প্রসাদ যাদব বিভিন্ন এনডিএ বিধায়কদের সঙ্গে যোগাযোগ করছেন ফোনে। তাদের আরজেডির পক্ষে যোগ দিলে বড় মন্ত্রক দেবার লোভ দেখাচ্ছেন। বিজেপি নেতা সুশীল কুমার মোদী জানিয়েছেন, লালু প্রসাদের এই নম্বরে ফোন করেছিলেন তিনি। লালু প্রসাদ নিজেই ফোন তুলেছিলেন। তাঁকে তিনি বলেছেন যে, জেলে বসে এসব নোংরা খেলা চালানোর চেষ্টা বন্ধ করতে। কারণ এতে কোনো লাভ হবে না।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!