এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার মমতা ব্যানার্জ্জীর অভিযোগের তীর সরকারি দপ্তরের দিকে, তীব্র চাঞ্চল্য প্রশাসনিক মহলে

এবার মমতা ব্যানার্জ্জীর অভিযোগের তীর সরকারি দপ্তরের দিকে, তীব্র চাঞ্চল্য প্রশাসনিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট এতদিন পর্যন্ত বিরোধীরা সরকারি কাজকর্ম নিয়ে একাধিক অভিযোগ করে এসেছেন। কিন্তু এবার প্রশাসনিক বৈঠকে সরকারি দপ্তর নিয়ে রীতিমত ক্ষোভ উগরে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাটি ঘটেছে বুধবার দক্ষিণ 24 পরগনার প্রশাসনিক বৈঠকে। এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন জেলার ডিএম, বিডিও, পুর চেয়ারম্যান, জেলা পরিষদের সভাধিপতি সহ পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী এই বৈঠকে প্রত্যেকের অভাব অভিযোগ শোনেন।

একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করেন তিনি এই বৈঠকেই। হঠাৎ করে বারুইপুর পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান শক্তিপদ মন্ডল উঠে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান, ভূমি দপ্তর নিয়ে। তিনি দাবি করেন, এলাকায় ভূমিদপ্তর ঠিকঠাক ভাবে কাজ করছেনা। যার ফলে সাধারণ মানুষ অত্যন্ত সমস্যার মুখোমুখি হচ্ছে। আর এই অভিযোগ পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে ক্ষোভে ফেটে পড়েন। এই বৈঠকে উপস্থিত ভূমি দপ্তরের এক আধিকারিককে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ভূমিদপ্তর এই মুহূর্তে ঘুঘুর বাসা হয়ে উঠেছে। তাকে অবিলম্বে ভাঙা প্রয়োজন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং এই ভাঙার কাজ করবে সরকারি অফিসাররাই। পাশাপাশি মুখ্যমন্ত্রী দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন, দ্রুত কাজ শেষ করার জন্য। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী ভূমি দপ্তরকে নিয়ে এই প্রথম ক্ষোভ প্রকাশ করলেননা। এর আগেও হাওড়া প্রশাসনিক বৈঠক থেকেও ভূমি দপ্তরের কাজ নিয়ে তিনি অভিযোগ পেয়েছেন এবং তখনও তিনি চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছিলেন। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী নিজেই যখন রাজ্য ভূমি দপ্তরের দিকে অভিযোগের আঙুল তুললেন, তখন স্বাভাবিকভাবেই এই দপ্তরের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকে যায়। একাধিক অভিযোগে বিদ্ধ রাজ্য ভূমি দপ্তরকে নিয়ে এবার মুখ্যমন্ত্রী নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করেন, সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!