এবার মমতার মুখে আরজিকরের প্রসঙ্গ, মৃত্যুদণ্ড নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী! কলকাতা তৃণমূল রাজনীতি রাজ্য February 19, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এই রাজ্যের শাসক দল শুধুমাত্র সঞ্জয় রায়কে বলির পাঁঠা করে আরও যারা আরজিকরের পেছনে রয়েছে, তাদের বাঁচাতে চাইছে। দীর্ঘদিন ধরে এই দাবি করছে বিরোধীরা। তাই সঞ্জয় রায়কে ফাঁসির সাজা দেওয়া হলেও, তা কিছুদিন পরে দেওয়া হোক, যাতে অন্যান্য মাথারা প্রকাশ্যে আসে, এইরকম দাবিও অনেককে করতে দেখা গিয়েছে। আর এই পরিস্থিতিতে বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে আরজিকরের ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এদিন বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই আরজিকরের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “আরজিকরের মেয়েটা খুন হয়ে গেল, ফাঁসি হলো না। বলছে, মৃত্যুদণ্ড চাই না। কি চাও তোমরা? এই যে উল্টোপাল্টা কিছু হয়ে যায়, কিছু কিছু জিনিস ছেড়ে দেওয়া হয়, যাতে সমাজের ওপর কি প্রভাব পড়বে, সেটা ভাবা হয় না। যার ফলে এই সমস্ত কাজ হয়ে যাচ্ছে।” আপনার মতামত জানান -