এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার মোঘল বাদশাদের বিরুদ্ধে বোম্বব্লাস্টের অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী

এবার মোঘল বাদশাদের বিরুদ্ধে বোম্বব্লাস্টের অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী


রাজনীতিতে পা দিয়ে হিন্দুত্ববাদের প্রচার চালাতে গিয়ে দেশের বিজেপি নেতারা প্রায়শই বেফাঁস মন্তব্য করে ফেলেন। আজকের যুগে দাঁড়িয়ে যে কথাগুলিকে বড়ই বেমানান লাগে। উপরন্তু এই কথাগুলি বলার জন্য তাঁরা প্রায়শই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ট্রোল হতে থাকেন। নানান মিথ তৈরি হয়ে যায় তাঁদেরকে নিয়ে। তবে এবার আরও একবার খবরের শিরোনামে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এর আগেও তিনি মহাভারতের যুগে ইন্টারনেটের ব্যবহার নিয়ে বেফাঁস মন্তব্যের ফলে খবরের শিরোনামে আসেন। এবার আরও একবার মুঘল সম্রাটের দিকে অভিযোগের আঙুল তুলে খবরের শিরোনামে এলেন তিনি।

সোমবার বিজেপি নেতা তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এক দলীয় সভা থেকে মন্তব্য রাখলেন। এই সভা থেকেই তিনি বলেন, মুঘল আমলের সম্রাটরা ত্রিপুরাকে বোমা বিস্ফোরণ করে উড়িয়ে দিতে চেয়েছিলেন। এই ঘটনা শোনার সাথে সাথেই রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়েছে।সোমবার এক জনসভায় বিপ্লব দেব মুঘল আমলের ইতিহাস নিয়ে সরব হন। তিনি দাবি করেন, মুঘল আমলে ত্রিপুরার সাংস্কৃতিক হেরিটেজকে বোমা বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল মোগল সম্রাটরা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ত্রিপুরার অনেক ধরনের অজানা চমক রয়েছে, যা মানুষ জানেন না। মোঘলরা চেষ্টা করেছিল ত্রিপুরার সংস্কৃতি নষ্ট করতে। তাঁরা ত্রিপুরার আর্ট ও আর্কিটেকচার বোম মেরে উড়িয়ে দিতে চেয়েছিল।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এখানেই শেষ করেননি বিপ্লব দেব। তিনি আরো বলেন, ‘কচ্ছপও মৃত্যুর আগে মা মাতাবরির মন্দিরে যায়। এই ধরনের অনেক আশ্চর্য চমক রয়েছে ত্রিপুরা জুড়ে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন আশ্চর্য বিষয় গুলোকে ছড়িয়ে দেওয়া হোক। কারণ অনেকেই জানেননা ত্রিপুরাতে কত ধরনের চমক রয়েছে।’ এদিন বিপ্লব দেব ত্রিপুরার পর্যটনের উন্নতিকল্পে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছেন। রাজ্যের পর্যটনকে আরো প্রসারিত করতে ও উন্নত করতে ত্রিপুরা সরকার এবার ফটো ও ভিডিও ছবির প্রতিযোগিতা করবেন বলে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জানিয়েছেন। এ নিয়ে সম্প্রতি পরিকল্পনাও হয়েছে।

বিপ্লব দেবের এই ধরনের মন্তব্যের পর রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, রাজনীতির সাথে ইতিহাসকে মিশিয়ে বিপ্লব দেব এক অন্যরকম আঙ্গিকে ত্রিপুরার প্রচার চাইছেন। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, জনসাধারণের সামনে বক্তব্য রাখার সময় যেকোনো রাজনৈতিক দলের সদস্যের কোন মিথের ওপর ভিত্তি না করে বাস্তবকে নজরে রেখে বক্তব্য রাখা উচিত‌। তবে রাজনৈতিক মহলের অন্য অংশ থেকে মনে করা হচ্ছে, বিপ্লব দেব তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে রাজ্যের পর্যটনের ব্যাপারটি প্রচার করতে চেয়েছিলেন। তার জন্যই তিনি এ ধরনের মন্তব্য করেছেন।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!