এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > এবার মোহনের দায়িত্বে থাকা সংগঠন নিয়ে নয়া ভাবনা,জল মাপতে চাইছে তৃণমূল !

এবার মোহনের দায়িত্বে থাকা সংগঠন নিয়ে নয়া ভাবনা,জল মাপতে চাইছে তৃণমূল !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আলিপুরদুয়ার জেলায় চা শ্রমিক সংগঠনের তৃণমূল নেতা মোহন শর্মার অনেকটাই প্রভাব রয়েছে। তবে দলের বিরুদ্ধে তার নানা সময়কার বিদ্রোহ অস্বস্তিতে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। তাই এই পরিস্থিতিতে এবার সেই মোহন শর্মার শক্তি পরীক্ষা করতে উদ্যোগী হল শাসকদল। জানা গেছে, স্বয়ং তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের চা শ্রমিক ইউনিয়নগুলোকে এক ছাতার তলায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। একাংশ বলছেন, মূলত চার শ্রমিক সংগঠনের ক্ষমতা কার হাতে থাকবে, তা ঠিক করতেই আলাদা আলাদাভাবে সদস্যপদ সংগ্রহের মধ্যে দিয়ে পাঁচটি শ্রমিক সংগঠনের শক্তি যাচাই করতে চাইছে তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার জেলায় তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর চা শ্রমিকদের নেতা হিসেবে দিনকে দিন প্রভাব বাড়তে শুরু করে মোহন শর্মার। তবে সম্প্রতি শিলিগুড়িতে বৈঠকে সমস্ত চা-শ্রমিক সংগঠনগুলোকে এক ছাতার তলায় নিয়ে আসার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই শুক্রবার শিলিগুড়িতে চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর শাসকদলের এই উদ্যোগ দেখে অনেকে বলছেন, লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর এখন সদস্যপদ সংগ্রহের মধ্যে দিয়ে চা বলয়ে দলের শক্তি কতটা রয়েছে, তা দেখে নিতে চাইছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। শুধু তাই নয়, এই উদ্যোগের মধ্যে দিয়ে এই চা শ্রমিকদের সংগঠনের উপর কার কর্তৃত্ব সবথেকে বেশি রয়েছে, তাও পরখ করে নিতে চাইছে ঘাসফুল শিবির।ইতিমধ্যেই এই ব্যাপারে শক্তি পরীক্ষার জন্য ময়দানে নেমে পড়েছেন মোহন শর্মার অনুগামীরা।

তাদের বক্তব্য, জেলায় তাদের শ্রমিক সংগঠন সবথেকে বেশি শক্তিশালী। তবে এই ব্যাপারে কি বলছেন তৃণমূলের জেলা নেতৃত্ব? এদিন এই প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী বলেন, “এটা কোনো পরীক্ষা নয়। সদস্যপদ সংগ্রহের ক্ষেত্রে যারা এগিয়ে থাকবেন, চা শ্রমিক সংগঠনের নেতৃত্বে তাদের বেশি প্রাধান্য দেওয়া হবে।” অন্যদিকে এই ব্যাপারে মোহন শর্মা বলেন, “নেত্রীর নির্দেশ আমাদের কাছে শিরোধার্য। তার নির্দেশে সদস্যপদ সংগ্রহের কাজ শুরু করে দিয়েছি।” সব মিলিয়ে এখন মোহন শর্মা শেষ পর্যন্ত এই চা শ্রমিক সংগঠনে কতৃত্ব রাখেন, নাকি অন্য কেউ সেখানে দায়িত্ব পান, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!