এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার মুকুল রায়কে গ্রেপ্তারের দাবি, শোরগোল তুললেন হেভিওয়েট তৃণমূল নেতা!

এবার মুকুল রায়কে গ্রেপ্তারের দাবি, শোরগোল তুললেন হেভিওয়েট তৃণমূল নেতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় চার বছর আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন মুকুল রায়। আর তারপর থেকেই তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে শুরু করেছে রাজ্যের শাসক দল বলে নানা সময় অভিযোগ করেছেন তিনি। অর্থাৎ পরিকল্পনামাফিক তাকে ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস বলে দাবি করেছিলেন মুকুল রায়।

কিন্তু এবার বিধানসভা নির্বাচনের সময় যখন এগিয়ে আসছে, ঠিক তখনই সেই মুকুল রায়কে আক্রমণ করতে এবং চাপে ফেলতে তৎপর হতে দেখা যাচ্ছে ঘাসফুল শিবিরকে। এবার সেই মুকুল রায়কে গ্রেপ্তারের দাবি তুলে শোরগোল তুলে দিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। যার ফলে রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সম্প্রতি সারদা মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে হেফাজতে চেয়ে শীর্ষ আদালতে আবেদন করা হয়েছে। যেখানে রয়েছে কুনাল ঘোষ, দেবযানী মুখোপাধ্যায় সহ একাধিক অভিযুক্তের বয়ানের কপি। আর এই পরিস্থিতিতে এদিন মুকুল রায় সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে।

তিনি বলেন, “রাজীব কুমার নিরপেক্ষ ভূমিকা নিলে এই অবস্থা হত না। রাজীব কুমার বহু প্রভাবশালীকে ছাড় দিয়েছেন। রাজীব কুমারের পুলিশ অত্যাচার করেছে। আমাকে বলির পাঁঠা করা হয়েছে। পেছনে রয়েছে ষড়যন্ত্র। এখন ষড়যন্ত্রকারীরা অনেকেই বিজেপিতে। অবিলম্বে মুকুল রায়কে গ্রেফতার করা হোক।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের আগে যখন শাসক-বিরোধী দলবদল চর্চার চর্চিত বিষয় হয়ে দাড়িয়েছে, তখন কুণাল ঘোষের এই ধরনের মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। মুকুল রায়কে গ্রেপ্তারের দাবি তুলে কুনাল ঘোষ শুধু মুকুলবাবু নয়, তার দল ভারতীয় জনতা পার্টিকেও ব্যাপক পরিমাণে অস্বস্তিতে ফেলে দিলেন বলেই দাবি পর্যবেক্ষকদের।

তবে কুণাল ঘোষের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কোনো জবাব দেয়নি মুকুল রায়। কিন্তু এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “কুনাল ঘোষ তো অনেকের নামই বলেছিলেন। তদন্তে যাদের নাম আসবে, তাদের সকলকেই জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।” একাংশ বলছেন, তৃণমূল কংগ্রেস এখন ঘরে বাইরে ব্যাপকভাবে চাপে রয়েছে। একদিকে তাদের দলে ভাঙন এবং অন্যদিকে নানা তদন্তকারী সংস্থার চাপে শাসকদলের আশঙ্কা বাড়তে শুরু করেছে।

আর এই পরিস্থিতিতে তৃণমূলের মুখপাত্র ময়দানে নেমে প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপি নেতা মুকুল রায়ের অস্বস্তি বাড়িয়ে দিতে চাইলেন। এক্ষেত্রে মুকুল রায়কে গ্রেপ্তারের দাবি তুলে বিজেপির অন্দরমহলে চাপ আরও বাড়িয়ে দিলেন বলেই মনে করছেন একাংশ। যদিও বা তদন্তকারী সংস্থা কুণাল ঘোষের এই দাবিকে কতটা গ্রহণযোগ্য হিসেবে দেখে এবং তদন্ত প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!