এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার মুকুল রায়ের বাড়িতে তৃণমূল নেতা তথা মুকুল ঘনিষ্ঠ তৃণমূল বিধায়ক

এবার মুকুল রায়ের বাড়িতে তৃণমূল নেতা তথা মুকুল ঘনিষ্ঠ তৃণমূল বিধায়ক


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুদিন ধরেই বেসুরো গাইছিলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত। সম্প্রতি তৃণমূলে যেন ভাঙনের জোয়ার লেগেছে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দলের বিভিন্ন নেতারা ইতিমধ্যেই বিক্ষুব্ধ মনোভাবের প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক অন্যতম। ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্তকে নিয়ে কিছুদিন ধরেই জল্পনা চলছে রাজনৈতিক মহলে। ফেসবুকেও সম্প্রতি বিধায়ক এমন কিছু মন্তব্য করেন, যা নিয়ে কিছুদিন আগেই বিতর্ক ছড়িয়েছিল। তবে এবার বিতর্ক উস্কে দিয়ে শীলভদ্র দত্ত সোজা হাজির হলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের বাড়িতে।

আর তারপরেই প্রশ্ন উঠেছে, তাহলে কি এবার দল বদলের পালা ব্যারাকপুরের তৃণমূল বিধায়কের? শুভেন্দুকে নিয়ে জট এখনও কাটেনি রাজ্য তৃণমূল শিবিরের। তার মধ্যেই ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত মুকুল রায়ের বাড়িতে গিয়ে যেভাবে জল্পনা বাড়ালেন, তাতে তৃণমূলের চাপ বাড়ল বলে মনে করা হচ্ছে। যদিও শীলভদ্র দত্ত একাধিকবার দাবি করেছেন, তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চান। তবে কিছুদিন আগেই পিকের টিম থেকেও তাঁকে ধরে রাখার উদ্যোগ নিয়ে তাঁর সাথে কথা বলতে গিয়েছিল। তবে তাতে যে বিশেষ কিছুই লাভ হয়নি তা শীলভদ্র দত্তর পদক্ষেপ থেকেই পরিষ্কার। তবে এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি শীলভদ্র দত্তের শিবির বদল নিয়ে জল্পনার।

শীলভদ্র দত্ত যে বরাবরই মুকুল ঘনিষ্ঠ সেকথা রাজনৈতিক মহলের সবারই জানা। অন্যদিকে মুকুল রায় শীলভদ্র দত্তের তাঁর বাড়িতে যাওয়ার ঘটনাটি খুব স্বাভাবিক ভাবে ব্যক্ত করেছেন। মুকুল রায় শুধুমাত্র জানিয়েছেন, ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত মাঝেমাঝেই ঘনিষ্ঠতার কারণে তাঁর বাড়িতে আসেন। মঙ্গলবারেও সেরকম স্বাভাবিকভাবেই গিয়েছিলেন। এর পেছনে রাজনৈতিক কোন উদ্দেশ্য নেই। প্রসঙ্গত, তৃণমূলের অন্দরে কিন্তু বেশ কিছুদিন ধরেই শীলভদ্র দত্ত বিক্ষুব্ধ মন্তব্য করে আসছিলেন। প্রথমে অবশ্য তাঁর সম্পর্কে শোনা যাচ্ছিল, রাজনীতি থেকে সরে দাঁড়াতে চান তিনি। তিনি নিজেও বহুবার জানিয়েছেন, ভোটে তিনি আর দাঁড়াবেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু দিন কয়েক আগে থেকেই শীলভদ্র দত্তের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা বাড়ে। কিন্তু শেষ পর্যন্ত সেই জল্পনা শীলভদ্র নিজেই ঘনিষ্ঠ মহলে জানান, রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চান তিনি। কিন্তু হঠাৎ করেই তিনি যেভাবে মুকুল রায়ের বাড়িতে গিয়ে হাজির হলেন, সেক্ষেত্রে কিন্তু অন্যরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে, বর্তমানে তৃণমূলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছিলেন শীলভদ্র দত্ত। এই নিয়ে বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশও করেন তিনি ঘনিষ্ঠ মহলে।

আর তারপর থেকেই তিনি বলতে শুরু করেন, বিধানসভা নির্বাচনে তিনি আর লড়বেন না। আপাতত সন্ন্যাস নেবেন তিনি রাজনীতি থেকে। এর মধ্যেই টিম পিকের দুই সদস্যের পাশাপাশি শীলভদ্রর সঙ্গে দেখা করতে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও তাঁর বাড়িতে যান। কিন্তু শীলভদ্রর দেখা পাননি খাদ্যমন্ত্রী। এ ঘটনা থেকে পরিষ্কার শীলভদ্র দলের সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছেন।  অন্যদিকে মুকুল এবং শীলভদ্রের বৈঠকের খবর পাওয়া মাত্রই বাংলার রাজনৈতিক মহলে নতুন করে বিধায়কের দলবদলের সম্ভাবনা আরও জোরালো হলো বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!