এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার নারদ মামলায় শুভেন্দুকে বড়সড় চাপের মুখে ঠেলে দিল তৃণমূল, তোলপাড় রাজ্য রাজনীতি

এবার নারদ মামলায় শুভেন্দুকে বড়সড় চাপের মুখে ঠেলে দিল তৃণমূল, তোলপাড় রাজ্য রাজনীতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নারদ মামলা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। কার্যত আর্থিক কেলেঙ্কারির যোগসুত্র রয়েছে এই মামলায় এবং সেখানেই রাজ্যের শাসকদলের দিকে অভিযোগের আঙুল উঠেছে। দীর্ঘদিন এই শাসকদলের অন্যতম নেতা ছিলেন বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখযোগ্যভাবে নারদ মামলায় কিন্তু তাঁরও নাম ছিল। কিন্তু তাঁকে কখনোই সেভাবে কোন অস্বস্তিজনক পরিস্থিতিতে পড়তে হয়নি। কিন্তু এবার বিতর্ক অন্য। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর সঙ্গে নারদ মামলার সলিসিটর জেনারেল তুষার মেহতার বৈঠকের অভিযোগ নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। সিবিআইয়ের আইনজীবীর সঙ্গে হঠাৎ অভিযুক্ত বিজেপি নেতার বৈঠকের কারণ কি?

তা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে তৃণমূল শিবির। এবং সব থেকে বেশি যিনি এ ব্যাপারে সরব হয়েছেন তিনি হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই বৈঠকের অভিযোগ অস্বীকার করেছেন একদিকে যেমন শুভেন্দু অধিকারী অন্যদিকে তেমন আইনজীবী তুষার মেহতা। কিন্তু তৃণমূল এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাঁরা ইতিমধ্যেই ঘটনার কথা উল্লেখ করে আইনজীবী তুষার মেহতার অপসারণের দাবি তুলেছে। অন্যদিকে টুইটারে তুষার মেহতার বাসভবনে শুভেন্দু অধিকারীর প্রবেশের ভিডিও ফুটেজ পোস্ট করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি তুলেছেন, তুষার মেহেতার বাড়ির সমস্ত সিসিটিভি ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনার।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে কোন অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই শুভেন্দু অধিকারী যখন সলিসিটর জেনারেলের বাড়িতে প্রবেশ করছেন, তখন সিসিটিভি ফুটেজ দেখলেই জানা যাবে কোন বৈঠক হয়েছে কিনা। প্রসঙ্গত জানা যাচ্ছে, দিল্লিতে বৃহস্পতিবার সিবিআইয়ের আইনজীবীর সঙ্গে নারদ মামলায় অন্যতম অভিযুক্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৈঠক করেছেন। তার পরেই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠায় তৃণমূল এবং অপসারণের দাবী তোলেন। চাপের মুখে অবশেষে তুষার মেহতা জানিয়েছেন, শুভেন্দু অধিকারী তাঁর বাড়িতে অবশ্যই এসেছিলেন, কিন্তু কোনো বৈঠক হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে তিনি যে শুভেন্দুর কাছে দুঃখ প্রকাশ করেছেন, সে কথাও বলেন। অন্যদিকে তৃণমূলের নেতারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। এই নিয়ে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ ইতিমধ্যেই তীব্র কটাক্ষ সহকারে বলেছেন, বিজেপি মধ্যস্থতা করে শুভেন্দুকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে। অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবী জানিয়েছেন তিনি। অন্যদিকে এই কটাক্ষকে আরও তাতিয়ে দিয়েছেন শুভেন্দু। তিনি পাল্টা কুণাল ঘোষকে জেল খাটার কথা বলে জানিয়ে দিয়েছেন কোনো উত্তর তিনি দেবেননা।

তবে গতকাল তুষার মেহতার সঙ্গে তাঁর কোনো বৈঠক হয়েছে কিনা তা নিয়ে অবশ্য বিশেষ কিছু বলেননি। সব মিলিয়ে কার্যত শুভেন্দুকে এবার চাপে ফেলার জন্য সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছে রাজ্যের শাসক দল। এক্ষেত্রে নারদা মামলা যে অন্যতম হাতিয়ার তা বলার অপেক্ষা রাখেনা। সে ক্ষেত্রে সিবিআই আইনজীবীর সঙ্গে শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ কি হিতে বিপরীত হতে চলেছে তাঁর জন্য? আগামীদিনে এই ঘটনা যে তীব্র বিতর্কের সূত্রপাত করতে চলেছে, সে ব্যাপারে নিঃসন্দেহ রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!