এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার নজর নাগাল্যান্ডে! চললেন তৃণমূলের প্রতিনিধিদল !

এবার নজর নাগাল্যান্ডে! চললেন তৃণমূলের প্রতিনিধিদল !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শনিবার সন্ধ্যায় নাগাল্যান্ড একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। কার্যত সন্ত্রাসবাদী সন্দেহে আসাম রাইফেলস বাহিনীর গুলিতে 12 জন গ্রামবাসী মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। ঘটোনায় গ্রামবাসীরা রীতিমত ফুঁসছে। আর এই ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে। নাগাল্যান্ডের ঘটনা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীরা। তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম।

ইতিমধ্যেই আসাম রাইফেলসের গুলিতে নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে দেখা করতে রাজ্য প্রতিনিধিদল পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। এ প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন রবিবার রাতেই একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, সোমবার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, যাদের মধ্যে থাকছেন 4 সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব, অপরুপা পোদ্দার, শান্তনু সেন এবং মিজোরামের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেব নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে গিয়ে নিহতদের পরিবার এবং আহতদের সঙ্গে দেখা করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নাগাল্যান্ডে সাধারণ মানুষের ওপর গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও একটি তদন্তের নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন এই ঘটনায়। মিজোরাম নাগাল্যান্ড সীমান্তের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই ভিন রাজ্যে প্রতিনিধিদল পাঠাচ্ছে তৃণমূল। কার্যত যখন এনআরসির সময় আসামে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়, সে সময়ও সেখানে তৃণমূল প্রতিনিধি দল পাঠিয়েছিল।

যদিও তাঁদের এয়ারপোর্টের বাইরে বের হতে দেওয়া হয়নি। দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ঘটনাবলীতে অগ্নিগর্ভ পরিস্থিতি যখনই তৈরি হয়েছে, তৃণমূল কিন্তু অগ্রজ ভূমিকা গ্রহণ করে প্রতিনিধি দল পাঠিয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন কার্যত জাতীয় স্তরে তৃণমূল নিজেকে তুলে ধরতে এই ভূমিকা পালন করছে। আপাতত দেখার, নাগাল্যান্ড মিজোরামের সীমান্ত গ্রামে এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস কতটা প্রভাব বিস্তার করতে পারে তৃণমূল প্রতিনিধিদল!

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!