এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > এবার নিজের গড়েই প্রবল বিক্ষোভের মুখে অধীর চৌধুরী, বাঁশ, লাঠি নিয়ে হামলা ও গো-ব্যাক স্লোগান

এবার নিজের গড়েই প্রবল বিক্ষোভের মুখে অধীর চৌধুরী, বাঁশ, লাঠি নিয়ে হামলা ও গো-ব্যাক স্লোগান


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল মুর্শিদাবাদ জেলার রানীনগর ২ ব্লকের গোধনপাড়া গ্রামে কংগ্রেস নেতা ঝড়ু মন্ডলের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। কয়েক ঘণ্টা ধরে তার বাড়িতে প্রবল হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তিনি ছাড়াও একাধিক কংগ্রেস কর্মী হামলায় আহত হন। অনেকের বাড়িতে ভাঙচুর, লুটপাট চলে। গতকালের এই ঘটনার পর আজ আক্রান্ত নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অভিযোগ উঠেছে রাণীনগরের গোধনপাড়া এলাকায় অধীর চৌধুরীর গাড়ি আটকে শুরু হয় বিক্ষোভ।

স্থানীয় বাসিন্দাদের একাংশ প্রবল বিক্ষোভ দেখিয়েছেন অধীর চৌধুরীকে ঘিরে। সেখানে কালো পতাকা দেখানো হয়েছে। গোব্যাক স্লোগান দেয়া হয়েছে। এমনকি বাঁশ, লাঠি নিয়ে তাঁর গাড়ি ভাঙচুরের চেষ্টা করা হয়েছে বলে, অভিযোগ উঠেছে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের অনেক চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কোনমতে বিক্ষোভকারীদের হাত থেকে অধীর চৌধুরীকে নিরাপদে সরিয়ে নিয়ে যান নিরাপত্তাকর্মীরা। এরপর দলের আক্রান্ত নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন অধীর চৌধুরী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনায় তৃণমূলকে সম্পূর্ণভাবে অভিযুক্ত করেছে কংগ্রেস শিবির। তৃণমূলের মদতেই একাজ হয়েছে বলে, অভিযোগ উঠেছে কংগ্রেসের পক্ষ থেকে। যদিও, তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগে যারা এই এলাকায় খুন হয়েছিলেন। তাঁদের পরিবারের সদস্যরা আজ বিক্ষোভ দেখিয়েছেন। খুনিদের বাড়িতে গিয়েছিলেন অধীর চৌধুরী। এ কারণে তিনি পড়েছেন জনরোষের মুখে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক নেই।

এই ঘটনা সম্পর্কে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানালেন যে, রাজ্যে শূন্য আসন হলেও তাঁরা মেনে নিয়েছেন। খুশি হয়েছিলেন তাঁরা কারণ একটি সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে তৃণমূল আবার ক্ষমতায় এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন সমস্ত রাজনৈতিক দলের সমর্থকদের মুখ্যমন্ত্রী। কিন্তু তৃতীয় বার ক্ষমতায় আসার পরও তৃণমূল সরকার সন্ত্রাসের রাজনীতি ছাড়তে পারেনি। রাজ্যে কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছে। শত শত তৃণমূল কর্মীরা তাঁকে কালোপতাকা দেখিয়েছেন। কিন্তু রাণীনগরে তিনি কাউকে শাস্তি দিতে আসেননি। বিবেকের তাড়নায় কিছু সাধারন মানুষের সঙ্গে তিনি দেখা করতে এসেছিলেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!