এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার নতুন রূপে আত্মপ্রকাশ ইউজিসির অ্যাকাডেমিক ক্যালেন্ডার, পরিবর্তনের পেছনে করোনা

এবার নতুন রূপে আত্মপ্রকাশ ইউজিসির অ্যাকাডেমিক ক্যালেন্ডার, পরিবর্তনের পেছনে করোনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2020 র শুরু থেকে মহামারী করোনা এসে গিয়েছে এই দেশে। যথারীতি শুরু থেকেই সাবধানতা হেতু স্কুল, কলেজ বন্ধ হয়ে যায়। পঠন-পাঠনের ওপর ব্যাপক প্রভাব পড়ে। এই কার্যত করোনার প্রথম থেকেই দেশজুড়ে স্কুল-কলেজ বন্ধ হয়ে যায়। এ অবস্থায় স্নাতক ও স্নাতকোত্তর স্তরের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে 2021- 22 এর শিক্ষাবর্ষের জন্য নতুন অ্যাকাডেমিক ক্যালেন্ডার সামনে এনেছে। জানা গেছে, নতুন অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এবার থেকে পয়লা অক্টোবর শিক্ষাবর্ষ শুরু হবে বলে জানা গিয়েছে। ইউজিসির নতুন নির্দেশিকায় 31 শে জুলাই এর মধ্যে সমস্ত বোর্ড পরীক্ষার ফল প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সাথে 30 সেপ্টেম্বরের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া শেষ করতে হবে। সেক্ষেত্রে যদি কোথাও আসন ফাঁকা থেকে গেলে সেটিও পূরণ করতে হবে 30 শে সেপ্টেম্বরের মধ্যে। কার্যত ইউজিসি থেকে নির্দেশ দেওয়া হয়েছে যদি কোন পড়ুয়া ভর্তি হওয়ার পরেও 31 শে অক্টোবরের মধ্যে অন্য কোথাও চলে যায়, তাহলে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই সম্পূর্ণ ফি ফেরত দিতে হবে। এক্ষেত্রে কোনো রকম চার্জ কাটা চলবেনা বলে নির্দেশ দেওয়া হয়েছে। এবছর করণা মহামারীর কারণে সিবিএসসি, আইসিএসসি সহ একাধিক পরীক্ষা বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই নতুন নির্দেশিকা সমস্ত রাজ্যের কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কার্যত নতুন সূচি অনুযায়ী কিভাবে ক্লাস শুরু হবে পরীক্ষা নেওয়া হবে তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে আপাতত কবে শুরু হবে সে ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে। কার্যত করোনার কারণে যেভাবে পড়াশোনার ক্ষেত্র সময় বিশেষে পরিবর্তন করা হল তা যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপাতত নতুন অ্যাকাডেমিক ক্যালেন্ডার এর সঙ্গে পড়ুয়ারা কিভাবে মানিয়ে নিতে পারে সেদিকে নজর রাখা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!