এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার পাকাপাকিভাবে হেস্টিংসের অফিসে তালা ঝুলিয়ে দিল বিজেপি নেতৃত্ব, ফিরল সবাই মুরলীধর সেন লেনে

এবার পাকাপাকিভাবে হেস্টিংসের অফিসে তালা ঝুলিয়ে দিল বিজেপি নেতৃত্ব, ফিরল সবাই মুরলীধর সেন লেনে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ব্যাপক তোড়জোড় শুরু হয় গেরুয়া শিবিরে। আর ঠিক সেই সময় থেকেই বিজেপির সাংগঠনিক দপ্তর মুরলীধর সেন লেনের পাশাপাশি আরো একটি জায়গায় নতুন করে শুরু হয়। সেটি হল হেস্টিংস মোড়। দীর্ঘ সময় ধরে হেস্টিংস এর অফিসে ছোট-বড় বহু নেতার আগমন দেখা যাচ্ছিল। কিন্তু সদ্য এমন একটি ঘটনা ঘটে, যাতে পরিস্থিতি বদলে যায়। সম্প্রতি হেস্টিংস এর অফিসে মৃত্যু হয় যুব মোর্চার রাজ্য সভাপতি রাজু সরকারের। আর তারপর থেকেই হেস্টিংসের অফিস বদল নিয়ে চিন্তাভাবনা শুরু করে দেয় রাজ্য বিজেপি নেতৃত্ব। গেরুয়া শিবিরের অনেকেই এখন আর হেস্টিংসে যাবার কথা ভাবতে পারছেন না।

আর ঠিক সেই কারণেই হেস্টিংসের অফিস থেকে পাকাপাকিভাবে মুরালিধরন লেনে চলে আসছে বিজেপির সদর দপ্তর। অবশ্য বিধানসভা নির্বাচন শেষ হবার পর থেকে হেস্টিংসের অফিস ছেড়ে দেবার কথা হচ্ছিল। সেক্ষেত্রে কার্যত খরচ কমানোই ছিল মূল উদ্দেশ্য। তাই আর দেরি না করে পাকাপাকিভাবে এবার মুরলীধর সেন লেনে চলে যাওয়াই যুক্তিযুক্ত মনে করে রাজ্য বিজেপি নেতৃত্ব। প্রসঙ্গত 2019 এর লোকসভা নির্বাচনে বিজেপি উল্লেখযোগ্যভাবে আসন বাড়ানোর পর বিধানসভা নির্বাচনে বাংলা জয়ের লক্ষ্যে নেমেছিল তাঁরা। যথারীতি সেই অনুযায়ী কেন্দ্রের প্রায় সমস্ত নেতারা এই রাজ্যে ভিড় জমায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুরলীধর সেন লেনের অফিস তখন ছোট পড়ে সাংগঠনিক কাজ চালানোর ক্ষেত্রে। তাই তড়িঘড়ি হেস্টিংসের অফিসটি ভাড়া নেওয়া হয়। যদিও একুশের ভোটে বাংলা দখলের স্বপ্ন সফল না হলেও বিজেপি নেতৃত্বের একাংশ মনে করছিল, যেহেতু দল বেড়েছে তাই হেস্টিংসের অফিস থাকলে কোন সুবিধা হবে। কিন্তু রাজু সরকারের মৃত্যুর পর আর দেরী করেননি রাজ্য বিজেপি নেতৃত্ব হেস্টিংসের অফিস ছাড়তে। কার্যত এবার থেকে মুরলিধর লেনের সাংগঠনিক দপ্তরে বিজেপির হেভিওয়েট নেতারা আসবেন বলে জানা গিয়েছে।

সাংগঠনিক সভাপতি অমিতাভ চক্রবর্তী থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রত্যেকের জন্যই মুরলীধর সেন লেনের অফিসে নির্দিষ্ট ঘর ঠিক হয়েছে। কার্যত পুরনো অফিসে ফিরতে পেরে বিজেপির অধিকাংশ নেতাই অত্যন্ত খুশি। অনেকেই আবার হেস্টিংসের বাড়ির সাথে অপয়া তকমা জুড়ে দিয়েছেন। তাঁদের মতে, হেস্টিংসের বাড়িতে যাওয়ার পরেই দলের অবনতির শুরু। পাশাপাশি রাজু সরকারের মৃত্যু এই অপয়া খেতাবটিকে আরো জোরদার করেছে। আপাতত মুরলীধর সেন লেনের বাড়ি থেকে কাজ করে বিজেপির কতটা ভাগ্য বদল হয়, সেদিকে নজর থাকবে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!