এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > এবার পাকিস্তানের জবরদখল করা জায়গা পুনরুদ্ধারের পথে ভারত? প্রতিরক্ষা মন্ত্রীর কথায় জল্পনা

এবার পাকিস্তানের জবরদখল করা জায়গা পুনরুদ্ধারের পথে ভারত? প্রতিরক্ষা মন্ত্রীর কথায় জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরেই ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে সমস্যা চলছে। ইতিমধ্যেই পাকিস্তান কাশ্মীরের বেশ কিছুটা অংশ দখল করে নিজেদের করে নিয়েছে। বর্তমানে একদিকে যেমন ভারতের কাশ্মীর রয়েছে, ঠিক অন্যদিকে পাকিস্তানের দখল করা অংশটিও পাকিস্তানের কাশ্মীর নামে পরিচিত। আর এবার পাকিস্তানের কাশ্মীরের অন্যতম অংশ গিলগিট-বালটিস্তানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিশেষ মর্যাদা দেওয়ার কথা ঘোষণা করেন। আর তারপরেই এবার পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হলো ভারতের পক্ষ থেকে। পাকিস্তানের জবরদখল করা জায়গা পুনরুদ্ধারের ইঙ্গিত দিয়েছে ইতিমধ্যেই কেন্দ্র।

আর সেই ইঙ্গিতই এবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আরো উস্কে দিলেন বলে মনে করা হচ্ছে। সোমবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন গিলগিট-বালটিস্তান ভারতের অংশ। পাকিস্তান জোর করে তা জবরদখল করেছে। পাক অধিকৃত কাশ্মীরের এই দুই এলাকাকে পাকিস্তানের প্রদেশ হিসেবে ঘোষণা করেছে ইতিমধ্যেই ইমরান খান প্রশাসন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেই সিদ্ধান্তকে না মানার কথাই বলেছেন। এদিন টুইটারে রাজনাথ সিং জানিয়েছেন, “গিলগিট ও বালটিস্তান পাকিস্তানের বেআইনি দখলে রয়েছে। তারা এখন ওই এলাকাকে নিজেদের প্রদেশ ঘোষিত করতে চাইছে। তাদের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের সরকার স্রেফ দু’টো কথা বলেছে। পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত গিলগিট-বালটিস্তানকে রবিবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের পঞ্চম প্রদেশ হিসেবে ঘোষণা করেন। আর তারপরেই ইসলামাবাদের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে ভারত সরকার। অন্যদিকে কেন্দ্রকে সমর্থন করে পাক সরকারের বিরোধিতা করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও এদিন বিবৃতি প্রকাশ করলেন। রবিবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, “১৯৪৭ সালের চুক্তি অনুযায়ী গিলগিট-বালটিস্তান ভারতের অংশ।” এদিন রাজনাথ সিং টুইটারে আরোও জানান, পাকিস্থানে এখনো হিন্দু, শিখ, বৌদ্ধরা রয়েছেন এবং তাঁদের সঙ্গে চরম দুর্ব্যবহার হয় সেই দেশে। সংখ্যালঘুদের জন্য পাকিস্তানে ইতিমধ্যেই নাগরিকত্ব আইন এসেছে। আর যার জেরে অন্যান্যরা নিত্যদিন অত্যাচারের শিকার হচ্ছে।

অন্যদিকে পুলওবামা হামলা নিয়েও কংগ্রেসকে এদিন আক্রমণের নিশানায় রেখেছেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি জানান, 2019 সালে হামলার পর কংগ্রেস কেন্দ্রীয় সরকারকে যে ভাবে আক্রমণ করেছিল, পাকিস্তান তিন দিন আগে হামলার দায় স্বীকার করার পর কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে আর কোনো জবাব পাওয়া যায়নি। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, ভারত পাকিস্তান সম্পর্ক বর্তমানে আরো জটিল হয়ে উঠেছে একের পর এক পাক সন্ত্রাসবাদী হামলার কারণে। সে জায়গায় ভারত এবার যেভাবে পাক অধিকৃত ভারতের জমি পুনরুদ্ধার করার ইঙ্গিত দিল তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে ভারত সরকার যদি এই উদ্যোগ নেয়, তাহলে তা সমর্থন করবে সমগ্র দেশবাসী বলে মনে করেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!