এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার পাকিস্তানের সাথে মমতার যোগ আছে বলে দাবি জানালেন বিজেপি নেতা

এবার পাকিস্তানের সাথে মমতার যোগ আছে বলে দাবি জানালেন বিজেপি নেতা


সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি আইন নিয়ে ইতিমধ্যে দেশজুড়ে বিক্ষোভের ঝড় বয়ে যাচ্ছে। পুঞ্জিভূত ক্ষোভ আগ্নেয়গিরির আকার ধারণ কররছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ মিছিল থেকে সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে গর্জে উঠেছেন মোদি সরকারের বিরুদ্ধে। দলীয় সমর্থকদের সঙ্গে পা মিলিয়ে রীতিমতো নাগরিকত্ব ইস্যুতে সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি রাষ্ট্রপুঞ্জের নেতৃত্বে ভোট করারও কথা বলেছেন তিনি। তবে এদিন মুখ্যমন্ত্রী নয়, তৃণমূল কংগ্রেসের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করেন।

ফিরহাদ হাকিম এদিন পাকিস্তানের সঙ্গে বিজেপির যোগসাজশ আছে বলে মন্তব্য করেন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন .”বিজেপি নয়, পাকিস্তানের সঙ্গে সবচেয়ে বেশি যোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই ইমরান খান যা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে তাই বলেন।” সায়ন্তন বসু আরও বলেন, “কে বলেছে রাষ্ট্রপুঞ্জের নেতৃত্বে ভোট? কে বলেছে এই রাজ্যে মিনি পাকিস্তান বানাব? জবাব দিক তৃণমূল।”

প্রসঙ্গত, কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে তীব্র আন্দোলনে নেমেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বিরোধী আন্দোলনে নেমে দেশের বিরোধী শক্তিগুলিকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি দাবি জানিয়েছেন, এবার রাষ্ট্রসঙ্ঘের তত্ত্বাবধানে গণভোটের। যেখানে হারলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর মন্ত্রীত্ব ছাড়তে হবে বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি। ইতিমধ্যে এই বক্তব্যকে ঘিরে তোলপাড় হয়েছে রাজনৈতিক মহল।

তবে এদিন তৃণমূল কংগ্রেসের জন্মদিন উপলক্ষে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধোনা করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে যোগাযোগ আছে বিজেপির। এই কথা সামনে আসার পরেই বিজেপির অন্দরে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালেন এদিন পাল্টা বিজেপি নেতা সায়ন্তন বসু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইসঙ্গে এদিন তৃণমূল কংগ্রেস বছরের প্রথম দিনেই গ্যাসের ভাড়া বৃদ্ধি ও ট্রেনের ভাড়া বৃদ্ধি নিয়ে বিরোধিতা করেছেন। এবার থেকে সাধারণ  দূরপাল্লা ট্রেনের নন এসি স্লিপার দ্বিতীয় শ্রেণীর ও প্রথম শ্রেণীতে ভাড়া বাড়ানো হয়েছে প্রথম প্রতি কিলোমিটারে এক পয়সা। এক্সপ্রেস ও মেল ট্রেনের নন-এসির স্লিপার, দ্বিতীয় শ্রেণি ও প্রথম শ্রেণিতে বেড়েছে কিলোমিটারপিছু ২ পয়সা। অন্যদিকে, এক্সপ্রেস ও মেল ট্রেনের বাতানুকুল শ্রেণির চেয়ার কার, টু-টিয়ার, থ্রি-টিয়ার ও প্রথম শ্রেণিতে ভাড়া বাড়ছে প্রতি কিলোমিটারে ৪ পয়সা।

ভাড়া বৃদ্ধি নিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সমালোচনা করেছেন বিজেপির। সায়ন্তন বসু তিনি বলেন “আগে বিদ্যুতের দাম কমানো হোক। তারপর গ্যাস, রেলভাড়া নিয়ে কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় এ দিন সায়ন্তন বসু দাবি করেন “এই রাজ্যে সবচেয়ে বেশি দাম বিদ্যুতের। বিদ্যুত্‍ সংস্থাগুলো এরজন্য তৃণমূলকে টাকা দেয়। আমাদের কাছে প্রমাণ আছে। সব আমরা প্রকাশ করব।”

এনআরসি এবং নাগরিকত্ব আইন সংশোধনী আইন নিয়ে এদেশের বিরোধী শক্তিগুলি প্রথম থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে যে তাঁরা বিভাজনের রাজনীতি করছে। আর এরই প্রতিবাদ ছড়িয়ে পড়ছে দেশের সমস্ত প্রান্তে। প্রতিবাদ কর্মসূচী আন্দোলনের রূপ নিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এনআরসি নিয়ে যেভাবে সারাদেশে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে, তাতে কেন্দ্রীয় নেতৃত্ব স্বাভাবিকভাবেই কিছুটা পিছিয়ে গেছে। আপাতত দেশের পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে তা নিয়ে পর্যালোচনায় রত রাজনৈতিক পর্যবেক্ষকগণ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!