এবার পুলিশের ভূমিকা নিয়েই সোচ্চার খোদ তৃণমূল বিধায়ক, মাথায় হাত মমতার! তৃণমূল রাজনীতি রাজ্য July 9, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যের পুলিশ মন্ত্রী এবং তৃণমূল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই দলের অন্যতম হেভিওয়েট বিধায়ক হয়ে মদন মিত্র এদিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ভূমিকা নিয়ে রীতিমত প্রশ্ন তুলে দিলেন। জয়ন্ত সিংহের আরও একটি ভিডিও বিজেপির পক্ষ থেকে ভাইরাল হতে না হতেই বিভিন্ন মহলে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। আর সেই বিষয় নিয়ে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পরিস্থিতি যে ভালো নয়, সেই কথা বলে রীতিমত বোমা ফাটালেন কামারহাটির তৃণমূল বিধায়ক। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে মদন মিত্রকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “ব্যারাকপুরে চারিদিকে প্রত্যেকটি পাড়ায় সাট্টা, জুয়ার রমরমা। আর এই সমস্ত ক্রিমিনালদের সঙ্গে পুলিশের একটা বোঝাপড়া আছে। আমাকে বলে দিক যে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আমি দেখব। আমি কিছুদিনের মধ্যেই সমস্ত কিছু ফাঁকা করে দেব। সমস্ত ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে।”আর একেবারে শাসক দলের বিধায়ক হয়ে পুলিশের ভূমিকা নিয়ে স্বয়ং মদন মিত্র এভাবে প্রশ্ন তুলে দেওয়ায় চাপে পড়লেন স্বয়ং পুলিশ মন্ত্রীর। রীতিমত মাথায় হাত পড়ার যোগার মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। আপনার মতামত জানান -