এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার প্রচারে বেড়িয়ে আক্রান্ত হেভিওয়েট তারকা বিজেপি প্রার্থী, অভিযোগের তীর তৃণমূলের দিকে

এবার প্রচারে বেড়িয়ে আক্রান্ত হেভিওয়েট তারকা বিজেপি প্রার্থী, অভিযোগের তীর তৃণমূলের দিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দ্বিতীয় দফার প্রচারের শেষ পর্বেও রাজনৈতিক হিংসা থেকে রেহাই পেলেন না স্বয়ং বিজেপি প্রার্থী। দ্বিতীয় দফার ভোটের তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর। আর এই পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি প্রার্থী হলেন অশোক দিন্দা। আজকে তাঁর গাড়ি লক্ষ্য করে ইঁট ছোঁড়া হয়েছে বলে জানা গিয়েছে। ইঁটের ঘায়ে তিনিও আহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। একই সাথে এক বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই অভিযোগ উঠেছে তৃণমূলের দিকে। যদিও শাসকদল পুরো অভিযোগ অস্বীকার করেছে।

পূর্ব মেদিনীপুরে দ্বিতীয় দফা ভোটের আগেই ছিল আজ শেষ নির্বাচনী প্রচার। আর এই শেষ প্রচারে বেরিয়েছিলেন ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা। তাঁর সাথে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। রোড শোয়ের শেষে ঘটে বড় দুর্ঘটনা। জানা গিয়েছে, ওই একই সময়ে ময়নার তৃণমূল প্রার্থী সংগ্রাম কুমার দোলুই এর সাথে প্রচারে বেরিয়েছিলেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। অভিযোগ উঠেছে ঠিক ওই সময় তৃণমূল সমর্থকদের তরফ থেকে অশোক দিন্দার গাড়ি লক্ষ্য করে ইঁট ছোঁড়া হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইঁট গিয়ে আঘাত করে দিন্দার পিঠে বলে দাবী করেছেন বিজেপি প্রার্থী। যথারীতি বিজেপি প্রার্থী চূড়ান্ত আতঙ্কিত হয়ে পড়েছেন বলে সূত্রের খবর। তিনি জানিয়েছেন ওই রোড শোয়ে থাকা এক বিজেপি কর্মীও গুরুতর আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়েছে। এই হামলার সঙ্গে তৃণমূলের কোন সদস্য বা সমর্থকদের কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে।

অন্যদিকে ইতিমধ্যেই নির্বাচন কমিশন এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। প্রসঙ্গত, আজকে মীনাক্ষী মুখোপাধ্যায়ের ওপরেও হামলা হয়েছে বলে জানা গিয়েছে। বামেরাও তৃণমূলের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে। সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোটের আগে তৃণমূল কিন্তু বাম ও বিজেপির অভিযোগের তীরে বিদ্ধ। দুই তরফ থেকেই বলা হচ্ছে, হামলা চালানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। আপাতত এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ যে আরও বাড়তে চলেছে ভোটের আগে, সে কথা বলাই বাহুল্য।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!