এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > এবার প্রার্থী ঘোষণা নিয়ে মুখোমুখি সমরে বাম কংগ্রেস শিবির, জোটের জট কি বেড়ে চলেছে?

এবার প্রার্থী ঘোষণা নিয়ে মুখোমুখি সমরে বাম কংগ্রেস শিবির, জোটের জট কি বেড়ে চলেছে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোট শুরু হতে আর বিশেষ দেরি নেই। এ মাসের শেষেই প্রথম দফার নির্বাচন হওয়ার কথা। কিন্তু তার মধ্যেই এবার সংযক্ত মোর্চার প্রার্থী ঘোষণা নিয়ে শুরু হয়েছে নতুন সমস্যা। রাজ্যের বাকি দুই দল অর্থাৎ তৃণমূল এবং বিজেপি সম্পূর্ণরূপে এবং আংশিকভাবে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। কিন্তু সংযুক্ত মোর্চার প্রার্থী তালিকা নিয়ে শুরু হয়েছে নতুন সমস্যা। বাম কংগ্রেসের জোটে প্রথম থেকেই আসন রফা কাঁটার মতন জেগে রয়েছে। এবং সেই কাঁটা যে এখনও নির্মূল হয়নি, তা আবারও বোঝা গেল। নতুন করে প্রার্থী ঘোষণা নিয়ে জোটের মধ্যে শুরু হয়েছে জটিলতা। আর তার কারণ- একই আসনে বাম এবং কংগ্রেস উভয়েই প্রার্থী ঘোষণা করেছে।

আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন। যেমন – পুরুলিয়ার কাশিপুর আসনে আগেই প্রার্থী দিয়েছিল সিপিএম। কিন্তু এবার কংগ্রেস সেখানে নতুন করে প্রার্থী দিল। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যারা সংযুক্ত মোর্চাকে সমর্থন করবেন, তাঁরা কাকে ভোট দেবেন? মঙ্গলবার প্রথম দফার ভোটে মনোনয়ন শেষ হয়েছে। দ্বিতীয় দফার মনোনয়ন শুরু হয়েছে। আর এই দ্বিতীয় দফার শুরুতেই সমস্যার সৃষ্টি। প্রার্থী সমস্যা নিয়ে জটিলতা এমন জায়গায় পৌঁছেছে, যেখানে মনে করা হচ্ছে শেষ মুহূর্তে ভোট কাটাকাটির খেলা হবে। জোটের রফা অনুযায়ী পুরুলিয়া কাশিপুরের প্রার্থী দেওয়ার কথা কংগ্রেসের কিন্তু আগেভাগেই কাশিপুর থেকে প্রার্থী ঘোষণা করে দেয় সিপিএম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যথারীতি সিপিএমের এই আচরণে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস। এদিকে কংগ্রেসের পক্ষ থেকে পুরুলিয়ার কাশীপুরে প্রার্থী ঘোষণা করা হয়। যথারীতি একই আসনে জোটের প্রধান দুই শরিক প্রার্থী দেওয়ায় শুরু হয়েছে সমস্যা। তবে জানা গিয়েছে, কংগ্রেস ইতিমধ্যে সিপিএমকে প্রার্থী প্রত্যাহারের আবেদন করলে আলিমুদ্দিনের তরফে ইঙ্গিত মিলেছে প্রত্যাহারের। আবার জয়পুরেও শুরু হয়েছে আসন নিয়ে জটিলতা। সেখানে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী থাকার কথা জোটের রফা অনুযায়ী।

কিন্তু দেখা যাচ্ছে, ওই আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। বামেদের পক্ষ থেকে এবার প্রার্থী প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে কংগ্রেসকে। এদিকে রঘুনাথপুরে প্রার্থী দেওয়ার কথা ছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। কিন্তু তাঁরা অবশ্য সিপিএমকে আসনটি ছেড়ে দিয়েছে এবং সেখানে দাঁড়াচ্ছেন বামেদের হয়ে গণেশ বাউরী। সবমিলিয়ে একুশের বিধানসভা নির্বাচনের আগেই সংযুক্ত মোর্চার কাছে বড় হয়ে দাঁড়াচ্ছে এই জোট সমস্যা। বিশেষজ্ঞদের মতে, এই জোট সমস্যার সমাধান যদি অতি শীঘ্র না করা যায়, তাহলে পরবর্তীতে কিন্তু বিপাকে পড়তে হবে সংযুক্ত মোর্চাকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!