এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার প্রশাসনিক সিদ্ধান্ত ঘিরে কেন্দ্র রাজ্য বিবাদ তুঙ্গে, তীব্র গুঞ্জন রাজনৈতিক মহলেও

এবার প্রশাসনিক সিদ্ধান্ত ঘিরে কেন্দ্র রাজ্য বিবাদ তুঙ্গে, তীব্র গুঞ্জন রাজনৈতিক মহলেও


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে এই মুহূর্তে সবথেকে বির্তকিত খবর হল মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের চাকরি জীবনের শেষার্ধে এসে কেন্দ্রীয় সরকারের তলব পাওয়া। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। আগামী 31 শে মে রাজ্যের বর্তমান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসর যাপনের কথা। কিন্তু রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতিতে এবং সদ্য শেষ হওয়া ইয়াস মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সেনাপতি হয়ে উঠেছেন এই আলাপন তাঁর কর্মগুণে। আর তাই আলাপন বন্দ্যোপাধ্যায়ের কার্য মেয়াদ বাড়ানোর জন্য রাজ্য সরকার আবেদন করেছিল কেন্দ্রের কাছে।

কেন্দ্রীয় সরকার অবশ্য রাজ্যের নির্দেশ মেনেছে। আলাপন বন্দ্যোপাধ্যায়ের কার্য মেয়াদ তিন মাসের জন্য বাড়ানো হয়েছে ঠিকই, কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লীর নর্থ ব্লকে গিয়ে কাজে যোগ দিতে হবে এই শর্তে মেয়াদ বাড়ানো হয়েছে। আর এখানেই বেঁধেছে যাবতীয় গন্ডগোল। আপাতত সবার মুখে এখন একটাই প্রশ্ন, আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী ছাড়বেন কি? আপাতত এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিব কেউই কোনো মন্তব্য করেননি। শনিবার সকালে দীঘা সফর থেকে ফেরার কথা মুখ্যমন্ত্রী সহ মুখ্যসচিবের। এরপর মুখ্যমন্ত্রী এ ব্যাপারে কোনো মন্তব্য করেন কিনা সেটা দেখার। অন্যদিকে তৃণমূল শিবিরের পক্ষ থেকে একের পর এক নেতা কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের মুখ্য সচিবকে মুখ্যমন্ত্রী ছাড়বেন কিনা সেটাতো প্রশাসনিক সিদ্ধান্ত। কিন্তু প্রশাসনের একাংশের অভিমত আলাপন বন্দ্যোপাধ্যায় যদি চান তিনি বেশ কিছুকাল সময় চেয়ে নিতে পারেন কেন্দ্রীয় সরকারের কাছে। আবার অনেকেই বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়পত্র দেওয়ার সম্ভাবনা কম। কারণ এর আগেও রাজ্যের 3 আইপিএস অফিসারকে একইভাবে ডেকে পাঠিয়েছিল কেন্দ্র। কিন্তু তখনও রাজ্য সরকার তাঁদের ছাড়পত্র দেয়নি। তবে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নির্দেশ পালনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজ্ঞরা। সূত্রের খবর, আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসরের দিনেই তাঁকে নর্থ ব্লকে গিয়ে দেখা করতে বলা হয়েছে।

আলাপন বন্দ্যোপাধ্যায় বিষয়টি কিভাবে সামলাবেন সেদিকে রয়েছে রাজনৈতিক মহলের নজর। যদি কেন্দ্রীয় সরকার আলাপন বন্দ্যোপাধ্যায়ের চাকরির মেয়াদ বৃদ্ধির বিষয়টি খারিজ করে দেয়, তাহলে আর তাঁকে দিল্লিতে গিয়ে রিপোর্ট করতে হবেনা। তবে পুরোটাই নির্ভর করছে নবান্নের ছাড়পত্রের ওপর। পাশাপাশি আলাপন বন্দ্যোপাধ্যায় চাকরি জীবন নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। এক্ষেত্রে আলাপন বন্দ্যোপাধ্যায় নিজে কি সিদ্ধান্ত নেন, সেটাও দেখার। তবে রাজ্যের মুখ্য সচিবকে নিয়ে কেন্দ্র এবং রাজ্যের দ্বন্দ্ব যে আবারও নতুন আঙ্গিকে তৈরি হতে চলেছে, তা বলাইবাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!