এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার প্রতারণা চক্রের চার্জশীটে তারকা বিজেপি সাংসদের নাম – জল্পনা চরমে

এবার প্রতারণা চক্রের চার্জশীটে তারকা বিজেপি সাংসদের নাম – জল্পনা চরমে


দুর্নীতি বা প্রতারণা শুধুমাত্র একটি দলেই আবদ্ধ তা কিন্তু নয়। এবার শাসক শিবির থেকেও দুর্নীতি চক্রে নাম জড়ালো বিখ্যাত তারকা ক্রিকেটার তথা বিজেপি সাংসদের। তাই বিরোধী দলগুলোও সুযোগ পেয়েছে কেন্দ্রীয় শাসক দলকে আক্রমণ করার। এতদিন পর্যন্ত তাঁরা বিভিন্ন বিরোধীদলকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছে। শুধু তাই নয়, অভিযুক্ত কোনমতেই রেহাই পায়নি। পুলিশের জালে তাঁকে পড়তেই হয়েছে। তাই এবার বিরোধীদের নজর, কেন্দ্রীয় শিবির থেকে যখন প্রাক্তন ক্রিকেট তারকার নাম জড়ালো দুর্নীতিতে, তখন তাঁর বিরুদ্ধে বিজেপি কি ব্যবস্থা নেয়।

এবার প্রতারণা চক্রে জড়িত থাকার অভিযোগে দিল্লি পুলিশের সাপ্লিমেন্টারি চার্জশিট এ নাম এল প্রখ্যাত ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর এর নাম। গৌতম গম্ভীর এর সাথে আরো অনেকের নাম জড়িয়েছে। এই প্রতারণার অভিযোগে মূলত ফ্ল্যাট কেনা বেচায় গৌতম গম্ভীর মানুষকে ঠকিয়ে তাদের সাথে প্রতারণা করেছেন বলে দাবি করা হচ্ছে দিল্লি পুলিশের তরফ থেকে।

সংবাদ সূত্রে জানা গেছে, একটি ফ্ল্যাটের 50 জন ক্রেতা এই প্রতারণার অভিযোগটি করেছেন। অভিযোগ 2011 সালে গাজিয়াবাদের ইন্দ্রপূরমে একটি ফ্ল্যাট বুক করেন। কিন্তু এখনও 2020 র মুখে দাঁড়িয়েও এখনো পর্যন্ত তার কাজ শুরু হয়নি।

অভিযুক্ত ফ্ল্যাটটি যে কোম্পানির দ্বারা নির্মিত, সেগুলির নাম হল রুদ্র বিল্ডওয়েল রিয়েলিটি প্রাইভেট লিমিটেড এবং এইচআর ইনফ্রাসিটি প্রাইভেট লিমিটেড। এই দুটি কোম্পানির যুগ্ম অ্যাম্বাসাডর ছিলেন গৌতম গম্ভীর। অভিযোগে বলা হয়েছে, 2016 সালে কোম্পানির তরফ থেকে এই অ্যাপার্টমেন্টটি বুকিংয়ের জন্য খুলে দেওয়া হয় এবং এই বুকিং এর ফলে কোটি কোটি টাকা প্রতারণা করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে দিল্লি পুলিশের তরফ থেকে চার্জশিটে বলা হয়েছে, 2013 সালের 6 ই জুন বিল্ডিং প্ল্যান এর সময়সীমা শেষ হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও 2014 র জুন জুলাই মাসে ফ্ল্যাট বিল্ডার ও ক্রেতাদের মধ্যে টাকার লেনদেন হয়। এবং গৌতম গম্ভীর ক্রেতাদের এই ভুয়ো ফ্ল্যাটটিতে বিনিয়োগ করার জন্য আকর্ষণ ও আমন্ত্রণ করেছিলেন।

আরও অভিযোগ করা হয়েছে, যারা বিনিয়োগ করেছিলেন তাদের প্রস্তাবিত জমি সম্পর্কে কিছুই জানানো হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ছিলেন তাঁরা। অর্থাৎ প্রকল্পটি সম্পর্কে কোনো কিছু না জেনে শুনেই ক্রেতারা বিনিয়োগ করেছিলেন।দিল্লিতে পুলিশের তরফ থেকে প্রস্তাবিত চার্জশিটে গৌতম গম্ভীর এর সাথে সাথেই নাম আছে প্রোমোটার মুকেশ খুরানা, গৌতম মেহরা এবং ববিতা খুরানার নাম।

তবে এই ঘটনায় কেন্দ্রীয় বিজেপি শিবির ও বিজেপি সাংসদ গৌতম গম্ভীর এর তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই অভিযোগের বিরুদ্ধে গৌতম গম্ভীর কি ব্যবস্থা নিতে চলেছেন বা গৌতম গম্ভীরের বিরুদ্ধে পুলিশ চার্জশীঠ দেওয়ার পর কি ব্যবস্থা নিতে চলেছেন, পুরো ঘটনার দিকেই নজর থাকবে সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!