এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার প্রয়াত প্রধানমন্ত্রীর উদাহরণ দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ বাংলার মুখ্যমন্ত্রীর

এবার প্রয়াত প্রধানমন্ত্রীর উদাহরণ দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ বাংলার মুখ্যমন্ত্রীর


এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে নরেন্দ্র মোদী অমিত সাহার বিরুদ্ধে প্রথম থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছিলেন, যা এখনো বলবৎ আছে। দেশের বিরোধী শক্তিগুলি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছে তাঁরা দেশে বিভাজনের রাজনীতি করছে। সেই অভিযোগকে আরও ধারালো করে তুলতে তৃণমূল নেত্রী প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারি বাজপেয়ির জন্মদিনে তাঁর সম্প্রীতির ভাবনাকে হাতিয়ার করে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন।

এবার নাম না করে বাজপেয়ির জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় টুইটারে নরেন্দ্র মোদিকে খোঁচা দিয়ে মমতা ব্যানার্জি লিখলেন, ‘বাজপেয়ীজি ছিলেন এমন একজন রাষ্ট্রনেতা, যিনি বরাবরই দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের ভালোর জন্য কাজ করেছেন। আজ তাঁর অভাব খুব অনুভব করছি।’ বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লালকৃষ্ণ আদবানি এবং অটলবিহারী বাজপেয়ীর সাথে তুলনা টেনে চলেন মোদি-শাহ জমানার।

এদিন আবারও বাজপেয়ী আদবানি জমানার সঙ্গে মোদী অমিত শাহের আমলের ফারাক তৃণমূল সুপ্রিমো চোখে আঙ্গুল দিয়ে দেখালেন। দিন কয়েক আগেই সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধী সভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজপেয়ী দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন। নরেন্দ্র মোদী অমিত শাহের কথা প্রসঙ্গে তিনি একাধিকবার মনে করিয়েছেন গুজরাট দাঙ্গার সময় প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী মুখ্যমন্ত্রীকে রাজধর্ম পালনের পরামর্শ দিয়েছিলেন। তাঁর সম্প্রীতির ভাবনাকে হাতিয়ার করেই নরেন্দ্র মোদিকে খোঁচা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, মোদি সরকার অবশ্য ধুমধাম করেই অটলবিহারি বাজপেয়ির জন্মদিন উদ্বোধন করে। প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে দিল্লির বিজ্ঞানভবনে বৃষ্টির জল সংরক্ষণের জন্য ছয় হাজার কোটি টাকা খরচ করে অটল ভূজল যোজনার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, এদিন লখনৌ এর লোক ভবনে বাজপেয়িজীর ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী মোদী। একইসঙ্গে অটলবিহারি বাজপেয়ি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এদিন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, এদিন বিজেপির মুকুল রায়ও প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর উদাহরণ টেনে এনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন। উল্লেখ্য, বুধবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর তৈলচিত্র উদ্বোধন হলো রাজভবনে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত হননি। এমনকি তাঁর দলীয় প্রতিনিধিকেও পাঠাননি উক্ত অনুষ্ঠানে।

এই প্রসঙ্গে মুকুল রায় বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় অকৃতজ্ঞ। ১৯৯৮ সালে কংগ্রেস যখন ওনাকে ছুঁড়ে ফেলেছিল, তখন আগলে রেখেছিলেন অটলবিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আডবাণী। মাত্র ৭ জন সাংসদ থাকলেও তাঁকে রেলমন্ত্রী করেছিলেন অটলবিহারী বাজপেয়ী। ওনার অসুস্থ মাকে দেখতে কালীঘাটের বাড়িতে এসেছিলেন। কতটা অকৃতজ্ঞ উনি!’

এ প্রসঙ্গে রাজনৈতিক মহলের মতে এনআরসি এনপিআর এবং সিএএ বিরোধিতার কোনো অস্ত্রই হাতছাড়া করতে নারাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে দেশের ও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের এনপিআর, এনআরসি এবং সংশোধিত নাগরিকত্ব আইন এর বিরুদ্ধে আন্দোলনের জোট বাঁধার আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন তিনি। তবে রাজনৈতিক মহলের মতে নাগরিকত্ব আইন ইস্যুতে ইতিমধ্যে দেশে যে পরিমাণ প্রতিবাদ, আন্দোলন শুরু হয়েছে তা দৃশ্যত বিরল। আপাতত সমগ্র বিষয়টির ওপর কড়া নজর রেখেছে রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!