এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার পুজো উদ্বোধনে আসছে মোদী, বাংলার বুকে চাঞ্চল্য!

এবার পুজো উদ্বোধনে আসছে মোদী, বাংলার বুকে চাঞ্চল্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গতবছর বাংলার দুর্গাপুজো উদ্বোধন করতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার করোনা ভাইরাস রয়েছে। তাই সেইভাবে জমায়েত করা যাবে না। ইতিমধ্যেই পুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার বাংলার দুর্গাপুজো উদ্বোধনের মধ্য দিয়ে আগামী বিধানসভা নির্বাচনের আগে বাংলার মানুষের মন পেতে ময়দানে নামলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। জানা গেছে, এবার দুর্গাপুজোকে টার্গেট করেছে ভারতীয় জনতা পার্টি।

আর তার অন্যতম অংশ হিসেবে আগামী মহাষষ্ঠীর দিন বঙ্গবাসীকে ভার্চুয়ালের মাধ্যমে শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, সল্টলেকের একটি দুর্গা পুজোর উদ্বোধনও এই ভার্চুয়ালের মাধ্যমেই করার কথা রয়েছে তার। স্বাভাবিক ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন একের পর এক পুজো উদ্বোধন শুরু করে দিয়েছেন, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার পুজো উদ্বোধন করে বিজেপির বাংলার মানুষের প্রতি এবং দুর্গাপুজোর প্রতি আবেগকে তুলে ধরবেন বলেই মত রাজনৈতিক মহলের।

সূত্রের খবর, ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে কলকাতার বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কেননা প্রধানমন্ত্রী যখন ষষ্ঠীর শুভেচ্ছা বার্তা দেবেন, তখন রাজ্যের প্রতিটি প্রান্তে প্রধানমন্ত্রীর এই কথা যাতে পৌঁছে যায়, তার জন্য গেরুয়া শিবির এই উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, সামনে 2021 এর বিধানসভা নির্বাচন রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপি শাসিত রাজ্যগুলোকে দুর্গাপূজার ছুটি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। যার ফলে বাংলার বিজেপি নেতৃত্ব কিছুটা হলেও কোণঠাসা। তাই এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে বাংলার দূর্গাপুজোর জন্য বঙ্গবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভার্চুয়ালের মাধ্যমে বাংলার পুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বিশেষজ্ঞরা বলছেন, নরেন্দ্র মোদি বাংলার পুজো উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিতে চাইছেন। তিনি প্রমাণ করে দিতে চাইছেন যে, বিজেপি দুর্গাপুজো এবং বাংলার আবেগকে সম্মান দিতে জানে। তাই এবারে ষষ্ঠীর দিন সেই উদ্বোধনের মধ্য দিয়ে বাংলার মানুষের মন জয় করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, “ওই পূজার সঙ্গে যুক্ত সংস্কৃতি জগতের বহু ব্যক্তিত্ব সল্টলেকের কিছু বিশিষ্ট মানুষজন এবং বিজেপির সদস্যরা ওই পূজার সঙ্গে যুক্ত আছেন। সেই পুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।” সব মিলিয়ে প্রধানমন্ত্রীর পুজো উদ্বোধন করে বাংলায় কতটা ঝড় তোলেন এবং এর ফলে তৃণমূল কতটা চাপে পড়ে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!