এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > এবার পুজোয় পুলিশকে ‘বিশেষ’ উপহার দিতে চান এই প্রভাবশালী বিজেপি নেত্রী! তীব্র বিতর্ক বাংলায়

এবার পুজোয় পুলিশকে ‘বিশেষ’ উপহার দিতে চান এই প্রভাবশালী বিজেপি নেত্রী! তীব্র বিতর্ক বাংলায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ কে নিয়ে রাজ্যের বিভিন্ন বিরোধী দল বিশেষত বিজেপি বারবার একাধিক অভিযোগ দায়ের করেছে। পুলিশের প্রতি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে, তেমনি শাসকদলের প্রতি পক্ষপাতের অভিযোগও পুলিশের বিরুদ্ধে বিরোধী দলের পক্ষ থেকে। গতকাল রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে নির্যাতিতা নাবালিকা ও তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানে পুলিশের বিরুদ্ধে অকর্মণ্যতা ও অপদার্থতার অভিযোগ দায়ের করে পুলিশকে এবারের পুজোয় তিনি চুড়ি উপহার দেবার কথা জানালেন।

গতকাল শুক্রবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের সন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নবগ্রামে নির্যাতিতা নাবালিকা ও তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভাপতি অগ্নিমিত্রা পল। নির্যাতিতার পরিবারের সঙ্গে তিনি দেখা করতে সক্ষম হলেও নির্যাতিতা বালিকা জেলা হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার সঙ্গে দেখা করতে পারেন নি তিনি। তবে গতকাল সন্ধ্যায় জেলা হাসপাতালে সেই নাবালিকার সঙ্গে দেখা করতে গেলে, তাঁকে জানানো হলো গতকাল দুপুরে এই নাবালিকাকে হাসপাতাল থেকে স্থানীয় একটি হোমে স্থানান্তরিত করেছে পুলিশ। নাবালিকাকে আকস্মিকভাবে স্থানান্তরিত করার ঘটনায় পুলিশ লুকোচুরি খেলছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনলেন অগ্নিমিত্রা পল। এরপরই আগামী দূর্গা পুজোয় তিনি পুলিশকে চুড়ি উপহার দেওয়ার কথা ঘোষণা করলেন। এ প্রসঙ্গে তিনি বললেন, ” আমরা ঠিক করেছি এবার পুজোয় পুলিসকে চুড়ি (Bangles) উপহার দেব। আপাতত তারা সেই চুড়ি হাতে পরে বসে থাকুক। একুশ সালে আমরা ক্ষমতায় এলে চুড়ি খুলে নেব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গতকাল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ এর নবগ্রামে বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভাপতি অগ্নিমিত্রা পলের কাছে পুলিশের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ দায়ের করতে দেখা গেল গ্রামবাসীদের। গতকাল ট্যাংরা পাড়া গ্রামের জনৈক বাসিন্দা সোমারু মহম্মদ পুলিশের বিরুদ্ধে অভিযোগ করলেন যে, তাঁর মেয়ে গত ৯ মাস ধরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। এ বিষয়ে পুলিশের কাছে বারবার আবেদন জানিয়েও কোনো ফল হয়নি। এই কাজের জন্য পুলিস তাঁর কাছে ৮ হাজার টাকা ঘুষ চেয়েছে বলে তিনি অভিযোগ করলেন। কিন্তু গতকাল রাতেই তিনি আবার আশ্চর্যজনকভাবে তাঁর এই অভিযোগ তুলে নিলেন। এই ঘটনায় অগ্নিমিত্রা পল পুলিশের বিরুদ্ধে অভিযোগ করলেন যে, ” নিজেদের অপকর্ম ঢাকতে থানায় তুলে নিয়ে গিয়ে সোমারু মহম্মদকে বয়ান বদল করতে বাধ্য করেছে পুলিশ”।

গতকাল দলীয় বিশেষ কর্মসূচিতে শিলিগুড়িও গিয়েছিলেন অগ্নিমিত্রা পল। শিলিগুড়িতে তাঁর কর্মসূচির শেষ করে তিনি পুনরায় জলপাইগুড়ি ফিরে এসেছিলেন। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি ফেরার সময়ে তিনি রাজগঞ্জ থানার ও মহিলা থানার পুলিশের সঙ্গে কথা বলে রাজগঞ্জের নির্যাতিত নাবালিকার বিষয়ে খোঁজ-খবর নিয়ে ছিলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!