এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার পুজোর স্মারক পত্রিকার প্রচ্ছদে মুখ্যমন্ত্রীর আঁকা ছবি? প্রচারের নতুন অস্ত্র পেল তৃণমূল?

এবার পুজোর স্মারক পত্রিকার প্রচ্ছদে মুখ্যমন্ত্রীর আঁকা ছবি? প্রচারের নতুন অস্ত্র পেল তৃণমূল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই রয়েছে ২০২১ এর বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রচারের জন্য একটি বিরাট অস্র পেতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। এবার পুজোয় বিভিন্ন ক্লাবের স্মারকপত্রিকার প্রচ্ছদে মুখ্যমন্ত্রীর আঁকা ছবি স্থান পেতে চলেছে। প্রসঙ্গত চলতি বছরের ১২ ই অক্টোবর চেতলা অগ্রণীর দুর্গাপূজার প্রতিমার চক্ষুদান করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর নবান্ন থেকে ভার্চুয়াল ভাবে বহু পুজোর উদ্বোধন করেছেন তিনি। সেইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে কলকাতার হাতেগোনা কয়েকটি পুজোর উদ্বোধন করেছেন তিনি। আহিরীটোলা সর্বজনীন, নাকতলা উদয়ন সংঘ, সুরুচি সংঘ, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, একডালিয়া এভারগ্রিন-সহ বেশ কিছু পুজোর উদ্বোধন করেছেন তিনি। পুজোর উদ্বোধনকালে বিভিন্ন ক্লাবের উদ্যোক্তাদের অনুরোধে মুখ্যমন্ত্রী ছবি এঁকেছিলেন। মুখ্যমন্ত্রী হাতে আঁকা ছবিগুলি ক্লাবগুলির স্মারক পত্রিকার প্রচ্ছদে এবার আসতে চলেছে।

গত ১৫ ই অক্টোবর ২১ পল্লি দুর্গাপুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। ক্লাবের কর্মকর্তাদের অনুরোধে সেখানে ব্ল্যাকবোর্ডের উপরে সাদা চক দিয়ে মাস্ক পরিহিত প্রতিমার মুখ এঁকেছিলেন তিনি। যে ছবিটি ল্যামিনেশন করে বড় ফ্রেমে বাঁধিয়ে রাখার ব্যবস্থা করা হচ্ছে। সম্পাদক মলয় বিশ্বাস জানালেন যে, মুখ্যমন্ত্রীর ছবির বিশাল তাৎপর্য আছে। এই ছবিটিকে যত্ন করে রেখে দিতে চান তাঁরা। তাঁদের পুজোর স্মারক পত্রিকায় এই ছবি স্থান পাবে। পরের বছরে ৭৫ বছরে পদার্পণ করতে চলেছে এই পুজো। সেবারেও মুখ্যমন্ত্রীর আঁকা ছবির আশা করেছেন কর্মকর্তারা।

গত ১৭ ই অক্টোবর সমাজসেবী সংঘের ৭৫ তম বর্ষের পুজো উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। সমাজসেবী সংঘের অন্যতম কর্মকর্তা অরিজিৎ মৈত্র জানালেন যে, মুখ্যমন্ত্রীর হাতে আঁকা ছবি তাদের একটি বিরাট প্রাপ্তি। তাঁদের অনুরোধে মুখ্যমন্ত্রী ছবি এঁকেছিলেন। যে ছবির গুরুত্ব অপরিসীম। এ কারণে ছবিটা বাঁধিয়ে রাখা হবে ক্লাবঘরে। পুজোর স্মারক পত্রিকার প্রচ্ছদে ছবিটি ব্যবহারের বিষয়টা চিন্তা ভাবনা করছেন তাঁরা। আবার আগামী পূজার থিম মুখ্যমন্ত্রীকে দিয়ে ঠিক করার আবেদন জানিয়েছেন তারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, ১৭ ই অক্টোবর মুখ্যমন্ত্রী ত্রিধারা সম্মিলনীর দুর্গাপুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেও তিনি ছবি এঁকেছিলেন। ত্রিধারা সম্মিলনীর সাধারণ সম্পাদক দেবাশিস কুমার জানালেন যে, বহু ব্যস্ততার মধ্যেও মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধনে এসে ছবি এঁকে তাঁদের উপহার দিয়েছেন বলে, মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা কৃতজ্ঞ আছেন। মুখ্যমন্ত্রীর আঁকা ছবিটিকে সুন্দরভাবে বাঁধিয়ে ক্লাব ঘরে রাখার ব্যবস্থা করা হবে। তাদের প্রচ্ছদেও মুখ্যমন্ত্রীর ছবিটি থাকবে। গত ১৬ ই অক্টোবর মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন অজয় সংঘের পূজো। উদ্যোক্তাদের অনুরোধে সেখানে তিনি একটি ছবি এঁকেছিলেন। কর্মকর্তা শুভজিৎ বসু জানালেন যে, পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রীর আঁকা ছবি তাঁদের কাছে বিরাট প্রাপ্তি। তাদের স্মারক পত্রিকায় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার সঙ্গে এই ছবি থাকবে।

আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রচারের বিশেষ হাতিয়ার পেল শাসক দল তৃণমূল। মুখ্যমন্ত্রীর ছবির ভূয়শী প্রশংসা করে স্মারক পত্রিকার প্রচ্ছদে রাখার কথা জানালেন বিভিন্ন কর্মকর্তা। তবে, এ প্রসঙ্গে বিরোধীরা অভিযোগ করেছেন যে, ক্লাব গুলিকে অনুদানের নাম করে ৫০০০০ টাকা আর্থিক সাহায্য দেবার কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে স্থানীয় তৃণমূল নেতাদের ছবিও দেখা গিয়েছিল পুজোর মণ্ডপে। যা তৃণমূলের প্রচার ছাড়া আর কিছুই ছিল না। এবার অনুদানের জন্য একধাপ এগিয়ে গিয়ে কলকাতার বিভিন্ন বড় বড় পুজো উদ্যোক্তা ক্লাবগুলো তাদের প্রচ্ছদে মুখ্যমন্ত্রী ছবি রাখতে চলেছে। করছে জয়জয়াকার। যা তৃণমূলের প্রচার ছাড়া আর কিছুই নয় বলে দাবি বিরোধীদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!